চুয়াডাঙ্গা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কা কটাক্ষ করে শাহরুখকে যা বললেন

বলিউডে এক সময় প্রিয়াঙ্কা চোপড়া এবং শাহরুখ খানের  মধ্যে সম্পর্কের গুঞ্জন ছিল হটেস্ট টপিক। একই ছবিতে কাজ করার সময়েই নাকি কিং খানের ওপরে ফিদা হয়ে যান অভিনেত্রী। এমনকি তাদের লুকিয়ে বিয়ের গুঞ্জনও শোনা যায়। আগের প্রেম ভুলে এখন প্রিয়াঙ্কাকে কটাক্ষ করতেই দেখা যায় ।

 

বিশ্ব সুন্দরীর খেতাব জেতার পর বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। মুম্বাইতে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হলিউডে পা রাখার সাহস দেখিয়েছিলেন তিনি। প্রথমটা স্ট্রাগল করলেও এখন সেখানে বেশ জাঁকিয়েই বসেছেন অভিনেত্রী। অন্যদিকে শাহরুখের জনপ্রিয়তা গোটা বিশ্বে থাকলেও বলিউড ছেড়ে কখনোই নড়তে দেখা যায়নি তাকে।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার সামনে উত্থাপন করা হয় এ প্রসঙ্গ। অনেক বছর আগে একবার কিং খান বলেছিলেন, তিনি বলিউডেই কমফোর্টেবল। হলিউডে যাবেন কেন? অদ্ভুতভাবে প্রাক্তন বলিউড সহকর্মীর মন্তব্যে কিছুটা বিদ্রূপের সঙ্গেই প্রিয়াঙ্কা উত্তর দেন, ‘কমফোর্টেবল বিষয়টা আমার কাছে বোরিং’।

 

এরপরেই কটাক্ষের সুরে তিনি যোগ করেন, ‘আমি দাম্ভিক নই, আত্মবিশ্বাসী। আমি যখন একটা সেটে ঢুকি তখন আমি জানি যে আমি কী করছি। আমার বিশেষজ্ঞদের সমর্থন লাগে না। আমি অডিশন দিতে, কাজ করতে ইচ্ছুক। একটা দেশে সাফল্যের বোঝা অন্য দেশে টেনে নিয়ে যাই না আমি’।

 

শাহরুখের প্রতি প্রিয়াঙ্কার এমন কঠিন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই। কারোর মতে, বলিউড বাদশার প্রতি একটা ক্ষোভ, অভিমান এখনো রয়ে গিয়েছে অভিনেত্রীর। তারই বহিঃপ্রকাশ হয়ে যায় মাঝে মাঝে। শোনা যায়, স্ত্রী গৌরির জন্যই প্রিয়াঙ্কাকে দূরে সরাতে বাধ্য হয়েছিলেন শাহরুখ। ডন সিরিজ এবং বিল্লু বারবারের পর একসঙ্গে আর কাজও করেননি তারা।

 

 

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

প্রিয়াঙ্কা কটাক্ষ করে শাহরুখকে যা বললেন

আপডেটঃ ০৭:২৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

বলিউডে এক সময় প্রিয়াঙ্কা চোপড়া এবং শাহরুখ খানের  মধ্যে সম্পর্কের গুঞ্জন ছিল হটেস্ট টপিক। একই ছবিতে কাজ করার সময়েই নাকি কিং খানের ওপরে ফিদা হয়ে যান অভিনেত্রী। এমনকি তাদের লুকিয়ে বিয়ের গুঞ্জনও শোনা যায়। আগের প্রেম ভুলে এখন প্রিয়াঙ্কাকে কটাক্ষ করতেই দেখা যায় ।

 

বিশ্ব সুন্দরীর খেতাব জেতার পর বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। মুম্বাইতে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হলিউডে পা রাখার সাহস দেখিয়েছিলেন তিনি। প্রথমটা স্ট্রাগল করলেও এখন সেখানে বেশ জাঁকিয়েই বসেছেন অভিনেত্রী। অন্যদিকে শাহরুখের জনপ্রিয়তা গোটা বিশ্বে থাকলেও বলিউড ছেড়ে কখনোই নড়তে দেখা যায়নি তাকে।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার সামনে উত্থাপন করা হয় এ প্রসঙ্গ। অনেক বছর আগে একবার কিং খান বলেছিলেন, তিনি বলিউডেই কমফোর্টেবল। হলিউডে যাবেন কেন? অদ্ভুতভাবে প্রাক্তন বলিউড সহকর্মীর মন্তব্যে কিছুটা বিদ্রূপের সঙ্গেই প্রিয়াঙ্কা উত্তর দেন, ‘কমফোর্টেবল বিষয়টা আমার কাছে বোরিং’।

 

এরপরেই কটাক্ষের সুরে তিনি যোগ করেন, ‘আমি দাম্ভিক নই, আত্মবিশ্বাসী। আমি যখন একটা সেটে ঢুকি তখন আমি জানি যে আমি কী করছি। আমার বিশেষজ্ঞদের সমর্থন লাগে না। আমি অডিশন দিতে, কাজ করতে ইচ্ছুক। একটা দেশে সাফল্যের বোঝা অন্য দেশে টেনে নিয়ে যাই না আমি’।

 

শাহরুখের প্রতি প্রিয়াঙ্কার এমন কঠিন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই। কারোর মতে, বলিউড বাদশার প্রতি একটা ক্ষোভ, অভিমান এখনো রয়ে গিয়েছে অভিনেত্রীর। তারই বহিঃপ্রকাশ হয়ে যায় মাঝে মাঝে। শোনা যায়, স্ত্রী গৌরির জন্যই প্রিয়াঙ্কাকে দূরে সরাতে বাধ্য হয়েছিলেন শাহরুখ। ডন সিরিজ এবং বিল্লু বারবারের পর একসঙ্গে আর কাজও করেননি তারা।