চুয়াডাঙ্গা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মা হচ্ছেন নিমরত কৌর


বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও নিমরত কৌর প্রেম করছেন। বেশ কিছুদিন ধরে একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিপাড়াসহ নেটদুনিয়ায়।এ আলোচনার মধ্যেই অভিনেত্রী নিমরত কৌরের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে প্রকাশ্যে আসে অভিনেত্রীর পেট। তার মেদযুক্ত পেট দেখে অনেকে মনে করতে শুরু করেন, অন্তঃসত্ত্বা তিনি। আবার কেউ কেউ বলছেন, নিমরতের গর্ভের সন্তানের বাবা অভিষেক বচ্চন!

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। নেটদুনিয়ায় ঐশ্বরিয়া, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্ছে।

প্রসঙ্গত, ‘দশভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নিমরত। তখন থেকেই চেনাজানা দুজনের। এ ছবির শুটিং থেকেই নাকি মন দেওয়া নেওয়ার শুরু নিমরত-অভিষেকের।

শুধু তাই নয়, নিমরতের কারণে নাকি ভাঙতে বসেছে ঐশ্বরিয়ার সংসার। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি কেউই।



সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

মা হচ্ছেন নিমরত কৌর

আপডেটঃ ০৩:৪৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪


বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও নিমরত কৌর প্রেম করছেন। বেশ কিছুদিন ধরে একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিপাড়াসহ নেটদুনিয়ায়।এ আলোচনার মধ্যেই অভিনেত্রী নিমরত কৌরের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে প্রকাশ্যে আসে অভিনেত্রীর পেট। তার মেদযুক্ত পেট দেখে অনেকে মনে করতে শুরু করেন, অন্তঃসত্ত্বা তিনি। আবার কেউ কেউ বলছেন, নিমরতের গর্ভের সন্তানের বাবা অভিষেক বচ্চন!

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। নেটদুনিয়ায় ঐশ্বরিয়া, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্ছে।

প্রসঙ্গত, ‘দশভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নিমরত। তখন থেকেই চেনাজানা দুজনের। এ ছবির শুটিং থেকেই নাকি মন দেওয়া নেওয়ার শুরু নিমরত-অভিষেকের।

শুধু তাই নয়, নিমরতের কারণে নাকি ভাঙতে বসেছে ঐশ্বরিয়ার সংসার। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি কেউই।



সুত্র লিংক