চুয়াডাঙ্গা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদা থেকে ঝিনাইদহের ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অস্ত্র মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল পাঠানকে শনিবার (১৭ জুন) দিবাগত রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পরে আসামি রেজাউল পাঠানকে কোটচাঁদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

কোটচাঁদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গত ৩০ এপ্রিল রোববার ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।
আদালতের পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, ২০১৬ সালের ২৭ জুন রাতে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ অস্ত্রসহ অবস্থান করছে।

 

ওই রাতেই র‍্যাবের একটি দল রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে ১টি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, ৫টি দেশীয় অস্ত্র এক সেট পুলিশের পোশাক, ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার করে। এসময় র‍্যাব আসামিদের হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে।

 

তিনি আরও বলেন, এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর কারাদণ্ড দেন। এ মামলায় অপর দুই আসামি মিলন ও মধু মল্লিক কারা ভোগ করলেও আসামি রেজাউল ইসলাম পাঠান দীর্ঘদিন পলাতক ছিলেন।

 

সুত্রঃ ঢাকা মেইল

Powered by WooCommerce

দামুড়হুদা থেকে ঝিনাইদহের ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেটঃ ০৮:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

অস্ত্র মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল পাঠানকে শনিবার (১৭ জুন) দিবাগত রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পরে আসামি রেজাউল পাঠানকে কোটচাঁদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

কোটচাঁদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গত ৩০ এপ্রিল রোববার ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।
আদালতের পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, ২০১৬ সালের ২৭ জুন রাতে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ অস্ত্রসহ অবস্থান করছে।

 

ওই রাতেই র‍্যাবের একটি দল রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে ১টি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, ৫টি দেশীয় অস্ত্র এক সেট পুলিশের পোশাক, ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার করে। এসময় র‍্যাব আসামিদের হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে।

 

তিনি আরও বলেন, এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর কারাদণ্ড দেন। এ মামলায় অপর দুই আসামি মিলন ও মধু মল্লিক কারা ভোগ করলেও আসামি রেজাউল ইসলাম পাঠান দীর্ঘদিন পলাতক ছিলেন।

 

সুত্রঃ ঢাকা মেইল