ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহম্মদ সোহেল রানা জানান, পাটক্ষেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, লাশের পাশে পাটক্ষেতের আইলের ওপর বেশ কিছু সিগারেট, বিস্কুটসহ অন্যান্য সামগ্রী পড়েছিল। এলাকাবাসী ধারণা করছে, নারীঘটিত কোনো কারণে কিংবা নেশাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।