চুয়াডাঙ্গা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দামুড়হুদায় “দৈনিক কালবেলা”র ২য়প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দামুড়হুদায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ চুয়াডাঙ্গায় বাড়ছে জ্বর, নিউমোনিয়া রোগীর সংখ্যা অসাম্প্রদায়িক চেতনায় আমরা বাংলাদেশ গড়ি,নাজমুল হামিদ রেজা বিএনপি নেতা বাবু খানের দামুড়হুদার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কুড়ুলগাছি পূজামণ্ডপে নিরাপত্তা দিবে বিএনপি খুলনা রেঞ্জে পুলিশ সদস্যদের বদলি, পদায়নে লটারি দামুড়হুদা প্রেসক্লাবে সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত দামুড়হুদা প্রেসক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মমতাজ মহল-সাংবাদিকেরা সব সময় দেশের কল্যাণে কাজ করে   জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর ৬৭ সদস্যের ঢাকা ত্যাগ

জীবননগর সীমান্তে প্রায় ৫ কোটি টাকার স্বর্ন আটক

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার পাতিলা গ্রাম থেকে প্রায় ৫ কোটি টাকা মূ‌ল্যের সাড়ে ৫ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে।
 মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে জীবননগর পাতিলা ঈদগাহ এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন।
মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা স্বর্ণ উদ্ধারের বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় জীবননগর পৌর এলাকার পাতিলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বড়ো ধরণের একটা স্বর্ণের চালান পাচার করা হবে। খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল পাতিলা ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান করেন। বিকেল ৫টায় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পাতিলা ঈদগাহ অতিক্রম করে সীমান্তের দিকে যাচ্ছিলেন।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় বিজিবি টহল দল মোটরসাইকেলযোগে তার পিছু ধাওয়া করেন। মোটরসাইকেলে বসে থাকা ব্যক্তির কোমরে জোরে টান দিলে কোমরে থাকা কাপড়ের তৈরি সাদা বেল্টটি খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। ওই ব্যক্তি বেল্টটি রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির টহল দল বেল্টের মধ্যে থেকে ৫ কেজি ৪৭৮ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধার করা এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় সংবাদ

দামুড়হুদায় “দৈনিক কালবেলা”র ২য়প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জীবননগর সীমান্তে প্রায় ৫ কোটি টাকার স্বর্ন আটক

প্রকাশ : ০৪:০০:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার পাতিলা গ্রাম থেকে প্রায় ৫ কোটি টাকা মূ‌ল্যের সাড়ে ৫ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে।
 মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে জীবননগর পাতিলা ঈদগাহ এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন।
মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা স্বর্ণ উদ্ধারের বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় জীবননগর পৌর এলাকার পাতিলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বড়ো ধরণের একটা স্বর্ণের চালান পাচার করা হবে। খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল পাতিলা ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান করেন। বিকেল ৫টায় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পাতিলা ঈদগাহ অতিক্রম করে সীমান্তের দিকে যাচ্ছিলেন।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় বিজিবি টহল দল মোটরসাইকেলযোগে তার পিছু ধাওয়া করেন। মোটরসাইকেলে বসে থাকা ব্যক্তির কোমরে জোরে টান দিলে কোমরে থাকা কাপড়ের তৈরি সাদা বেল্টটি খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। ওই ব্যক্তি বেল্টটি রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির টহল দল বেল্টের মধ্যে থেকে ৫ কেজি ৪৭৮ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধার করা এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।