চুয়াডাঙ্গার জীবননগরে ভারতে পাচারকালে সাত স্বর্ণের বার জব্দ এবং অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ মার্চ)সকালে উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ ওই যুবককে গ্রেপ্তার করে বিজিবি।
আটক জুয়েল হোসেন (৩৯) দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, তারা জানতে পারেন যে জীবননগর উপজেলা নতুনপাড়া সীমান্ত পথে একটি স্বর্ণের চালান পাচারের জন্য সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
এ খবরের বিজিবি টহল জোরদার করা হয়। সকাল ৮টার দিকে ওই টহল দল মোল্লাবাড়ি মোড় থেকে জুয়েল হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে সাত (২টি বড় ও ৫টি ছোট) সোনার বার জব্দ করা হয়।
যার ওজন ৮২৯ দশমিক ২৭ গ্রাম এবং মূল্য ৬৩ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা।
কর্নেল মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে গ্রেপ্তার যুবককে জীবননগর থানায় সোপর্দ ও জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।