চুয়াডাঙ্গায় ৭২ বোতল ফেনসিডিলসহ সালমা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক সালমা বেগম চুয়াডাঙ্গা সদর থানাধীন জালশুকা গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
রোববার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের ঈদগাঁহ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ সফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান চুয়াডাঙ্গা সদর থানাধীন শংকরচন্দ্র ইউনিয়নে।
সেখানে জালশুকা ঈদগাঁহ পাড়া গ্রাম থেকে মাদক কারবারি সালমা বেগমের বসত বাড়ির শোবার ঘরের ভিতর থেকে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৭২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সালমা বেগমের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।