চুয়াডাঙ্গা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় ফেন‌সি‌ডিলসহ পাচারকা‌রি আটক

দামুড়হুদায় ৩৬ বোতল ফেন‌সি‌ডিলসহ মাদক পাচারকা‌রি মোঃ তহির উদ্দিন (৪৮) কে গ্রেফতার ক‌রে‌ছে ডি‌বি পু‌লিশ।

 

সে দামুড়হুদার হা‌তিভাঙ্গা গ্রা‌মের মৃত. রতন আলী ছে‌লে।

 

‌গোপন সংবা‌দের ভিত্তি‌তে চুয়াডাঙ্গা জেলা ডি‌বি পু‌লিশ মঙ্গলবার (১৬ জানুয়া‌রি) রাত সা‌ড়ে ৯ টার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়‌কের মোক্তারপুর নামক স্থানে এই অ‌ভিযান চালায়।

 

চুয়াডাঙ্গা ডি‌বি ও‌সি ফের‌দৌস ওয়া‌হিদ জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দামুড়হুদা থানাধীন মোক্তারপুর গ্রামস্থ মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর মঙ্গলবার রাত সা‌ড়ে ৯ টার দি‌কে মাদক বিরোধী অভিযান চালায়।

 

অ‌ভিযান কা‌লে ডি‌বি পু‌লিশ মোঃ তহির উদ্দিনকে আটক ক‌রে। প‌রে তা‌কে তল্লা‌শি ক‌রে ৩৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা ম‌ডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে।

যেখানেই অন্যায়, সিন্ডিকেট আর চাঁদাবাজি দেখব উপড়ে ফেলব : সারজিস

avashnews

Powered by WooCommerce

দামুড়হুদায় ফেন‌সি‌ডিলসহ পাচারকা‌রি আটক

আপডেটঃ ০৬:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

দামুড়হুদায় ৩৬ বোতল ফেন‌সি‌ডিলসহ মাদক পাচারকা‌রি মোঃ তহির উদ্দিন (৪৮) কে গ্রেফতার ক‌রে‌ছে ডি‌বি পু‌লিশ।

 

সে দামুড়হুদার হা‌তিভাঙ্গা গ্রা‌মের মৃত. রতন আলী ছে‌লে।

 

‌গোপন সংবা‌দের ভিত্তি‌তে চুয়াডাঙ্গা জেলা ডি‌বি পু‌লিশ মঙ্গলবার (১৬ জানুয়া‌রি) রাত সা‌ড়ে ৯ টার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়‌কের মোক্তারপুর নামক স্থানে এই অ‌ভিযান চালায়।

 

চুয়াডাঙ্গা ডি‌বি ও‌সি ফের‌দৌস ওয়া‌হিদ জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দামুড়হুদা থানাধীন মোক্তারপুর গ্রামস্থ মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর মঙ্গলবার রাত সা‌ড়ে ৯ টার দি‌কে মাদক বিরোধী অভিযান চালায়।

 

অ‌ভিযান কা‌লে ডি‌বি পু‌লিশ মোঃ তহির উদ্দিনকে আটক ক‌রে। প‌রে তা‌কে তল্লা‌শি ক‌রে ৩৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা ম‌ডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে।