চুয়াডাঙ্গা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা সড়কে এসেছে, দাবি পূরণে সরকার বদ্ধপরিকর কাঁঠালিয়ায় মোটরসাইকেল চাপায় গৃহবধূ নিহত, আহত ২ হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত ২০০ একর জমি ফেরত দেবে ‘হাইব্রিড মিটিং’ বাতিল, পর্ষদ সভায় আসতে হবে সশরীরে গোপালগঞ্জে বিএনপি’র ব্যানার ছিড়ে আগুনে পোড়ানোর অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাত যেভাবে শুরু | আন্তর্জাতিক দামুড়হুদায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বয়ের অবসর জনিত বিদায় সংবর্ধনা ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণীর অনশন দামুড়হুদায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ

দামুড়হুদায় বাবু জীবননগ‌রে হাফিজ চেয়ারম্যান নির্বাচিত

 

:চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যানরা পুনরায় চেয়ারম্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। এরা হ‌লেন, দামুড়হুদা উপ‌জেলায় আলী মুনছুর বাবু ও জীবননগ‌র উপ‌জেলায় হাফিজুর রহমান হাফিজ বেসরকা‌রিভা‌বে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অ‌ফিসার ও রিটা‌নিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধা‌পে ৮ মে বুধবার চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপ‌জেলা প‌রিষদ নির্বাচন সকাল ৮ থে‌কে বি‌কেল ৪ টা পর্যন্ত বির‌তিহীন ভা‌বে ভোট গ্রহণ করা হয়। ভোট চলাকা‌লিন সময় দামুড়হুদা ও জীবননগর উপ‌জেলা বি‌ভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করা‌র অপরা‌ধে ভ্রাম্যমান আদালত ১৭ জন‌কে আ‌র্থিক জ‌রিমানা ও ২ জন‌কে কারাদন্ড দি‌য়ে‌ছেন।

দামুড়হুদা উপজেলায় আলী মুনছুর বাবু (আনারস প্রতিক) ৪৯ হাজার ৯ শ ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোটরসাইকেল প্রতিকের এস এ এম জাকারিয়া আলম পেয়েছেন ১৩ হাজার ৫’শ ৩০ ভোট।

এদিকে জীবননগর উপজেলায় হাফিজুর রহমান হাফিজ (কাপ পিরিচ প্রতীক) ৩৩ হাজার ৬১ ভোট পে‌য়ে বেসরকা‌রি ভা‌বে পুণরায় চেয়ারম্যান নির্বা‌চিত হয়ে‌ছেন। আর তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস কে লিটন (আনারস প্রতীক) নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৫৬৪ ভোট। # #

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা সড়কে এসেছে, দাবি পূরণে সরকার বদ্ধপরিকর

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দামুড়হুদায় বাবু জীবননগ‌রে হাফিজ চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশ : ১২:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

 

:চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যানরা পুনরায় চেয়ারম্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। এরা হ‌লেন, দামুড়হুদা উপ‌জেলায় আলী মুনছুর বাবু ও জীবননগ‌র উপ‌জেলায় হাফিজুর রহমান হাফিজ বেসরকা‌রিভা‌বে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অ‌ফিসার ও রিটা‌নিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধা‌পে ৮ মে বুধবার চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপ‌জেলা প‌রিষদ নির্বাচন সকাল ৮ থে‌কে বি‌কেল ৪ টা পর্যন্ত বির‌তিহীন ভা‌বে ভোট গ্রহণ করা হয়। ভোট চলাকা‌লিন সময় দামুড়হুদা ও জীবননগর উপ‌জেলা বি‌ভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করা‌র অপরা‌ধে ভ্রাম্যমান আদালত ১৭ জন‌কে আ‌র্থিক জ‌রিমানা ও ২ জন‌কে কারাদন্ড দি‌য়ে‌ছেন।

দামুড়হুদা উপজেলায় আলী মুনছুর বাবু (আনারস প্রতিক) ৪৯ হাজার ৯ শ ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোটরসাইকেল প্রতিকের এস এ এম জাকারিয়া আলম পেয়েছেন ১৩ হাজার ৫’শ ৩০ ভোট।

এদিকে জীবননগর উপজেলায় হাফিজুর রহমান হাফিজ (কাপ পিরিচ প্রতীক) ৩৩ হাজার ৬১ ভোট পে‌য়ে বেসরকা‌রি ভা‌বে পুণরায় চেয়ারম্যান নির্বা‌চিত হয়ে‌ছেন। আর তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস কে লিটন (আনারস প্রতীক) নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৫৬৪ ভোট। # #