চুয়াডাঙ্গা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দামুড়হুদায় বোরো ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত  সাংবা‌দিক পলা‌শের মে‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন ; চেয়ারম্যান আলী মুনছুর বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া দামুড়হুদায় বাবু জীবননগ‌রে হাফিজ চেয়ারম্যান নির্বাচিত দামুড়হুদা উপজেলা পর্যায়ে এসএসসি ৯২ব্যাচের পূনর্মিলনীর প্রস্তুতিসভা ও কমিটি গঠন দামুড়হুদার ডুগডুগি গ্রামে বাল্য বিয়ের আয়োজন:ভ্রাম্যমাণ আদালতে কনের পিতাকে জরিমানা দামুড়হুদা-হাউলী ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে তৃষ্ণাম্তদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত বিতরণ চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় বৃদ্ধ আটক চুয়াডাঙ্গায় দে‌শের স‌র্বোচ্চ দবদা‌হে প্রশংসায় ভাস‌ছে এক পু‌লিশ সদস্য

দামুড়হুদায় বাবু জীবননগ‌রে হাফিজ চেয়ারম্যান নির্বাচিত

 

:চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যানরা পুনরায় চেয়ারম্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। এরা হ‌লেন, দামুড়হুদা উপ‌জেলায় আলী মুনছুর বাবু ও জীবননগ‌র উপ‌জেলায় হাফিজুর রহমান হাফিজ বেসরকা‌রিভা‌বে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অ‌ফিসার ও রিটা‌নিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধা‌পে ৮ মে বুধবার চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপ‌জেলা প‌রিষদ নির্বাচন সকাল ৮ থে‌কে বি‌কেল ৪ টা পর্যন্ত বির‌তিহীন ভা‌বে ভোট গ্রহণ করা হয়। ভোট চলাকা‌লিন সময় দামুড়হুদা ও জীবননগর উপ‌জেলা বি‌ভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করা‌র অপরা‌ধে ভ্রাম্যমান আদালত ১৭ জন‌কে আ‌র্থিক জ‌রিমানা ও ২ জন‌কে কারাদন্ড দি‌য়ে‌ছেন।

দামুড়হুদা উপজেলায় আলী মুনছুর বাবু (আনারস প্রতিক) ৪৯ হাজার ৯ শ ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোটরসাইকেল প্রতিকের এস এ এম জাকারিয়া আলম পেয়েছেন ১৩ হাজার ৫’শ ৩০ ভোট।

এদিকে জীবননগর উপজেলায় হাফিজুর রহমান হাফিজ (কাপ পিরিচ প্রতীক) ৩৩ হাজার ৬১ ভোট পে‌য়ে বেসরকা‌রি ভা‌বে পুণরায় চেয়ারম্যান নির্বা‌চিত হয়ে‌ছেন। আর তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস কে লিটন (আনারস প্রতীক) নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৫৬৪ ভোট। # #

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

দামুড়হুদায় বোরো ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দামুড়হুদায় বাবু জীবননগ‌রে হাফিজ চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশ : ১২:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

 

:চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যানরা পুনরায় চেয়ারম্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। এরা হ‌লেন, দামুড়হুদা উপ‌জেলায় আলী মুনছুর বাবু ও জীবননগ‌র উপ‌জেলায় হাফিজুর রহমান হাফিজ বেসরকা‌রিভা‌বে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অ‌ফিসার ও রিটা‌নিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধা‌পে ৮ মে বুধবার চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপ‌জেলা প‌রিষদ নির্বাচন সকাল ৮ থে‌কে বি‌কেল ৪ টা পর্যন্ত বির‌তিহীন ভা‌বে ভোট গ্রহণ করা হয়। ভোট চলাকা‌লিন সময় দামুড়হুদা ও জীবননগর উপ‌জেলা বি‌ভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করা‌র অপরা‌ধে ভ্রাম্যমান আদালত ১৭ জন‌কে আ‌র্থিক জ‌রিমানা ও ২ জন‌কে কারাদন্ড দি‌য়ে‌ছেন।

দামুড়হুদা উপজেলায় আলী মুনছুর বাবু (আনারস প্রতিক) ৪৯ হাজার ৯ শ ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোটরসাইকেল প্রতিকের এস এ এম জাকারিয়া আলম পেয়েছেন ১৩ হাজার ৫’শ ৩০ ভোট।

এদিকে জীবননগর উপজেলায় হাফিজুর রহমান হাফিজ (কাপ পিরিচ প্রতীক) ৩৩ হাজার ৬১ ভোট পে‌য়ে বেসরকা‌রি ভা‌বে পুণরায় চেয়ারম্যান নির্বা‌চিত হয়ে‌ছেন। আর তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস কে লিটন (আনারস প্রতীক) নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৫৬৪ ভোট। # #