কুষ্টিয়ার কুমারখালীতে বখাটের বিরুদ্ধে দুই কলেজছাত্রীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। রোববার (১২ মার্চ) সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম জোরালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই বখাটের নাম মো. আশিক শেখ (২৫)। তিনি একই এলাকার মো. সলেমান শেখ ওরফে সলের ছেলে।
হাসপাতাল সূত্র ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৮টার দিকে দুই কলেজছাত্রী কোচিং সেন্টারে যাচ্ছিলেন। সে সময় বখাটে আশিক একটি দেশীয় অস্ত্র (সোল) হাতে নিয়ে তাদের পিছন থেকে তাড়া করে। দৌড়ে পালানোর সময় এক ছাত্রীর মাথায় আঘাত করেন। ওই ছাত্রী প্রতিরোধ করতে গেলে তার ডান হাতের কয়েকটি আঙ্গুল কেটে যায়।
তাকে উদ্ধার করতে গেলে পাশের জনকেও আঘাত করে ওই বখাটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওই এক ছাত্রীর বাবা শরিফুল ইসলাম বলেন, আমার মেয়েকে হত্যা করার জন্য বখাটে আশিক হামলা করেছে। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত আশিক শেখের বাবা সলেমান বলেন, সে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, আহত ছাত্রীর হাতের আঙুলে সাতটি সেলাই দেওয়া হয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি বিপদমুক্ত।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।