চুয়াডাঙ্গা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে জমি নিয়ে বিবাদের আগুনে দগ্ধ দু’জনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারীর চরে বিবদমান বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী উত্তপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেন গেদার ছেলে আক্তার মন্ডল (৩৭) ও মৃত নবীর মন্ডলের ছেলে দিনি মন্ডল (৬৭)। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

 

 

এর আগে রাস্তার জন্য মাত্র এক শতাংশ জমি নিয়ে শিকদার ও খাঁ পক্ষের সঙ্গে মন্ডল পক্ষের মধ্যে প্রায় দুই মাস ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে মন্ডল পক্ষের লোকজনের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষ। এ সময় তারা পেট্রল ঢেলে বাড়িঘরে অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা ও অগ্নিসংযোগে দগ্ধসহ ১৫ জন আহত হয়। আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং অগ্নিদগ্ধদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে দুজনের মৃত্যু হয়।

 

 

মামলার সূত্র ধরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল দেওয়ানসহ ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব। এ ছাড়াও একই দিন রাতে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে র‌্যাব মামলার প্রধান আসামি শেলি দেওয়ানকে (৫৬) গ্রেপ্তার করে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

 

 

আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হলে  রবিবার (৩০ এপ্রিল) দুপুরে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

জনপ্রিয় সংবাদ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দৌলতপুরে জমি নিয়ে বিবাদের আগুনে দগ্ধ দু’জনের মৃত্যু

প্রকাশ : ১০:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারীর চরে বিবদমান বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী উত্তপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেন গেদার ছেলে আক্তার মন্ডল (৩৭) ও মৃত নবীর মন্ডলের ছেলে দিনি মন্ডল (৬৭)। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

 

 

এর আগে রাস্তার জন্য মাত্র এক শতাংশ জমি নিয়ে শিকদার ও খাঁ পক্ষের সঙ্গে মন্ডল পক্ষের মধ্যে প্রায় দুই মাস ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে মন্ডল পক্ষের লোকজনের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষ। এ সময় তারা পেট্রল ঢেলে বাড়িঘরে অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা ও অগ্নিসংযোগে দগ্ধসহ ১৫ জন আহত হয়। আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং অগ্নিদগ্ধদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে দুজনের মৃত্যু হয়।

 

 

মামলার সূত্র ধরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল দেওয়ানসহ ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব। এ ছাড়াও একই দিন রাতে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে র‌্যাব মামলার প্রধান আসামি শেলি দেওয়ানকে (৫৬) গ্রেপ্তার করে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

 

 

আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হলে  রবিবার (৩০ এপ্রিল) দুপুরে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।