চুয়াডাঙ্গা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষে দু’জন নিহত, আহত ৮

কুষ্টিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ওমর আলী ও মিরাজ নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৮ জন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে ওই এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

নিহতরা হলেন- কান্তিনগর এলাকার আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) ও শুকলাল সরদারের ছেলে মিরাজ হোসেন (৫০)।

 

শুক্রবার (১৯ মে) রাতে সদর উপজেলার হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকার ভূতপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন।

 

 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কান্তিনগর মোড়ের এক দোকানের ক্যারামবোর্ডে টাকা দিয়ে জুয়া খেলা শুরু করেন কয়েকজন। খেলা চলাকালে ওমর আলী ও মিরাজ আলীর মধ্যে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হলে স্থানীয় একজন পুলিশকে খবর দেয়। এ সময় কুষ্টিয়া মডেল থানার পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন জানান, পুলিশ থানায় ফেরত আসলে রাত ৮টার দিকে মিরাজ দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওমর আলীর উপর হামলা করে। এ সময় ওমর আলীর পক্ষের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসলে দুই পক্ষের সংর্ঘষ হয়। এতে ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হয়।

 

 

এদিকে হাসপাতালে নিলে প্রথমে ওমর আলী ও পরে মিরাজ আলীকে মৃত ঘোষনা করেন ডাক্তার। আহত আঞ্জুয়ারা খাতুন, কারিবুল ইসলাম, বাবুল হোসেন, মান্নান, আব্দুল মান্নান, সহিদ হোসেনসহ ৮জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

 

 

ওসি আরও জানান, ওই এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ফলে ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত দুইজনের মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

Powered by WooCommerce

কুষ্টিয়ায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষে দু’জন নিহত, আহত ৮

আপডেটঃ ০৬:৩১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

কুষ্টিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ওমর আলী ও মিরাজ নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৮ জন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে ওই এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

নিহতরা হলেন- কান্তিনগর এলাকার আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) ও শুকলাল সরদারের ছেলে মিরাজ হোসেন (৫০)।

 

শুক্রবার (১৯ মে) রাতে সদর উপজেলার হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকার ভূতপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন।

 

 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কান্তিনগর মোড়ের এক দোকানের ক্যারামবোর্ডে টাকা দিয়ে জুয়া খেলা শুরু করেন কয়েকজন। খেলা চলাকালে ওমর আলী ও মিরাজ আলীর মধ্যে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হলে স্থানীয় একজন পুলিশকে খবর দেয়। এ সময় কুষ্টিয়া মডেল থানার পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন জানান, পুলিশ থানায় ফেরত আসলে রাত ৮টার দিকে মিরাজ দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওমর আলীর উপর হামলা করে। এ সময় ওমর আলীর পক্ষের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসলে দুই পক্ষের সংর্ঘষ হয়। এতে ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হয়।

 

 

এদিকে হাসপাতালে নিলে প্রথমে ওমর আলী ও পরে মিরাজ আলীকে মৃত ঘোষনা করেন ডাক্তার। আহত আঞ্জুয়ারা খাতুন, কারিবুল ইসলাম, বাবুল হোসেন, মান্নান, আব্দুল মান্নান, সহিদ হোসেনসহ ৮জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

 

 

ওসি আরও জানান, ওই এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ফলে ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত দুইজনের মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।