চুয়াডাঙ্গা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ  টিউলিপ সিদ্দিকির এমপি পদে থাকা নিয়েও শঙ্কা রয়েছে: সিপিডি নির্বাহী পরিচালক নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘমোল্লার বসুকে গ্রেফতারের দাবি জীবননগরে ১৬ বছর পর ৬৭ একর বিএডিসির জমি উদ্ধার নির্ধারিত সময়েই হবে বিশ্ব ইজতেমা: ঢাকা বিভাগীয় কমিশনার বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ গণহত্যার বিচারের আগে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: রাশেদ সংবাদ মাধ্যমে কপিরাইট ইনফোর্সমেন্ট খুবই জরুরি শেখ পরিবারের রক্ত থাকায় টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন: রিজভী

দেশ ও মানুষের কথা ভাবতে হবে: তারেক রহমান

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে দলের ৬০ লাখ নেতা-কর্মী গায়েবি মামলা ও অত্যাচারের শিকার হয়েছে, সেই দলের ওপর এ দেশের মানুষ প্রত্যাশা রাখে। তাই আমাদের প্রস্তুত করতে হবে মানুষের জন্য। নিজের কথা নয়, আমাদের দেশ ও মানুষের কথা ভাবতে হবে।

 

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নগরের ঢুলিপাড়া এলাকায় অবস্থিত একটি বিনোদনকেন্দ্রের মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে কুমিল্লা বিভাগীয় (সাংগঠনিক) বিএনপি। এদিন বেলা ১১টার দিকে কর্মশালার উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, বিএনপির ওপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আর এ জন্য আমাদের ওঠাবসা, কাজকর্ম ও কথাবার্তা এমন হতে হবে, যাতে মানুষ আমাদের ওপর আস্থা ধরে রাখতে পারে। সবার প্রচেষ্টার মধ্য দিয়ে এ কাজ করতে হবে।

 

দেশের প্রতিটি খাতে জবাবদিহি থাকলে দেশ পরিবর্তন হয়ে যাবে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, আমাদের প্রত্যাশা আগামীতে দেশের জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যাগুলো আমরা সমাধান করতে সক্ষম হব পর্যায়ক্রমিকভাবে।

 

কর্মশালায় কুমিল্লা বিভাগীয় বিএনপির আওতাধীন কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা, কুমিল্লা মহানগর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সাড়ে ছয় শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করছেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।

 

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন উর রশিদ, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, সহগণশিক্ষা-বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।

Source link

avashnews

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ 

avashnews

Powered by WooCommerce

দেশ ও মানুষের কথা ভাবতে হবে: তারেক রহমান

আপডেটঃ ০৯:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে দলের ৬০ লাখ নেতা-কর্মী গায়েবি মামলা ও অত্যাচারের শিকার হয়েছে, সেই দলের ওপর এ দেশের মানুষ প্রত্যাশা রাখে। তাই আমাদের প্রস্তুত করতে হবে মানুষের জন্য। নিজের কথা নয়, আমাদের দেশ ও মানুষের কথা ভাবতে হবে।

 

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নগরের ঢুলিপাড়া এলাকায় অবস্থিত একটি বিনোদনকেন্দ্রের মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে কুমিল্লা বিভাগীয় (সাংগঠনিক) বিএনপি। এদিন বেলা ১১টার দিকে কর্মশালার উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, বিএনপির ওপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আর এ জন্য আমাদের ওঠাবসা, কাজকর্ম ও কথাবার্তা এমন হতে হবে, যাতে মানুষ আমাদের ওপর আস্থা ধরে রাখতে পারে। সবার প্রচেষ্টার মধ্য দিয়ে এ কাজ করতে হবে।

 

দেশের প্রতিটি খাতে জবাবদিহি থাকলে দেশ পরিবর্তন হয়ে যাবে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, আমাদের প্রত্যাশা আগামীতে দেশের জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যাগুলো আমরা সমাধান করতে সক্ষম হব পর্যায়ক্রমিকভাবে।

 

কর্মশালায় কুমিল্লা বিভাগীয় বিএনপির আওতাধীন কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা, কুমিল্লা মহানগর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সাড়ে ছয় শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করছেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।

 

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন উর রশিদ, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, সহগণশিক্ষা-বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।

Source link