চুয়াডাঙ্গা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মঞ্চ মাতাতে ঢাকায় আতিফ আসলাম


চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় আসলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি। ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছেন এ গায়ক।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিফ। শুক্রবার (২৯ নভেম্বর) কনসার্টে গান গাইবেন তিনি।

 

‘ম্যাজিকেল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে আতিফ আসলামের সঙ্গে গান গাওয়ার কথা রয়েছে পাকিস্তানি তরুণ শিল্পী আব্দুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

 

জমকালো এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। এ কনসার্ট প্রসঙ্গে ট্রিপল টাইম কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর প্রীতম দে বলেন, আমাদের টিকিট সোল্ড আউট; সব দর্শকের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সব ব্যবস্থা এরইমধ্যে নেয়া হয়েছে।

 

রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্ট প্রসঙ্গে প্রীতম দে বলেন, এ কনসার্টের মূল আকর্ষণ আতিফ আসলাম। তিনি মঞ্চে দুই ঘণ্টা এবং অন্য তিন শিল্পী এক ঘণ্টা করে দর্শকদের গান শোনাবেন।

 

প্রীতম দে আরও বলেন, আতিফ আসলাম মঞ্চে উঠবেন রাত ৮টায়। তিনি ১০টা পর্যন্ত শ্রোতাদের গান শোনাবেন। দর্শকদের সাথে গানের এ আয়োজন উপভোগ করবেন কনসার্টের আয়োজক, স্পন্সর এবং বেশকিছু সেলিব্রেটি।

 

আতিফ আসলাম একজন পাকিস্তানি সংগীতশিল্পী হলেও ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয় তিনি। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘তু জানে না’, ‘তেরে বিন’,‘ও লামহে ও বাতে’,‘আদাত’, ‘তেরে সং ইয়ারা’ ইত্যাদি।

উল্লেখ্য, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তাঁর গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান। সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

এমবি





সুত্র একুশে টেলিভিশন

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

মঞ্চ মাতাতে ঢাকায় আতিফ আসলাম

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মঞ্চ মাতাতে ঢাকায় আতিফ আসলাম

প্রকাশ : ০২:০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪


চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় আসলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি। ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছেন এ গায়ক।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিফ। শুক্রবার (২৯ নভেম্বর) কনসার্টে গান গাইবেন তিনি।

 

‘ম্যাজিকেল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে আতিফ আসলামের সঙ্গে গান গাওয়ার কথা রয়েছে পাকিস্তানি তরুণ শিল্পী আব্দুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

 

জমকালো এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। এ কনসার্ট প্রসঙ্গে ট্রিপল টাইম কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর প্রীতম দে বলেন, আমাদের টিকিট সোল্ড আউট; সব দর্শকের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সব ব্যবস্থা এরইমধ্যে নেয়া হয়েছে।

 

রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্ট প্রসঙ্গে প্রীতম দে বলেন, এ কনসার্টের মূল আকর্ষণ আতিফ আসলাম। তিনি মঞ্চে দুই ঘণ্টা এবং অন্য তিন শিল্পী এক ঘণ্টা করে দর্শকদের গান শোনাবেন।

 

প্রীতম দে আরও বলেন, আতিফ আসলাম মঞ্চে উঠবেন রাত ৮টায়। তিনি ১০টা পর্যন্ত শ্রোতাদের গান শোনাবেন। দর্শকদের সাথে গানের এ আয়োজন উপভোগ করবেন কনসার্টের আয়োজক, স্পন্সর এবং বেশকিছু সেলিব্রেটি।

 

আতিফ আসলাম একজন পাকিস্তানি সংগীতশিল্পী হলেও ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয় তিনি। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘তু জানে না’, ‘তেরে বিন’,‘ও লামহে ও বাতে’,‘আদাত’, ‘তেরে সং ইয়ারা’ ইত্যাদি।

উল্লেখ্য, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তাঁর গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান। সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

এমবি





সুত্র একুশে টেলিভিশন