প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বলেছেন। তবে দেশের স্থিতিশীলতা রক্ষায় আরও আগে নির্বাচন হওয়া জরুরি, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিবাদীরা এখনও ষড়যন্ত্র করছে। দেশে স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত সরকার জরুরি।
তিনি আরও বলেন, দেশে যেভাবে গুম-খুন হয়েছে, তার জন্য শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচার দ্রুত শেষ করতে হবে। এছাড়াও বিগত সরকারের আমলে দেয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
বার্তাবাজার/এস এইচ