বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি ও রশিদ এগ্রোফুডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ।
একটি প্রতারণার মামলায় আদালতের দেয়া গ্রেপ্তারি পরোয়ানার আদেশে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিহাবুর রহমান।
কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়, রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের কাছ থেকে মৎস্য খাদ্যের কাঁচামাল বিক্রির কথা বলে অগ্রিম ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা নেয় আব্দুর রশিদ। কিন্তু দীর্ঘদিন অতিক্রম হলেও সেই কাঁচামাল বা আতিকুর রহমানের কাছ থেকে নেয়া টাকা কোনোটিই ফেরত দেননি রশিদ। এ বিষয়ে ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমান বাদী হয়ে কুষ্টিয়ার আদালতে একটি মামলা দায়ের করলে শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর আদালত আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘আব্দুর রশিদের বিরুদ্ধে সিআর ৬৪৩/২৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি বেশকিছু দিন পলাতক ছিলেন। আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুষ্টিয়া শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’
বাংলাদেশ জার্নাল/এমপি