চুয়াডাঙ্গা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আইনজীবীর ওপর হামলার ছবি প্রকাশ্যে


চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয় ও আদালতের প্রবেশ সড়কে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। 

এ হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়া বেশকয়েকজন হামলাকারীর কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। নিহত আলিফের ওপর হামলার সময় হামলাকারীরা হেলমেট পরে লাটিসোঁটা, রামদা, বটি দা দিয়ে আক্রমণ করে। কয়েকজনের মুখে মাস্ক ছিল। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া একটি ছবিতে হামলার পর কয়েকজন আলিফকে উদ্ধার করে নিয়ে যেতেও দেখা যায়। 

হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেয়া হামলাকারীরা

এ হামলার পেছনে চট্টগ্রামের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ প্রভুর অনুসারীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।

আজ দুপুরে আদালতে চিন্ময়ের জামিন শুনানি ছিল। জামিন নামঞ্জর হয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এর পরই তার অনুসারীরা আদালত এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আলিফ লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, আদালত থেকে বাসায় ফেরার পথে সড়কে আইনজীবী সাইফুলের ওপর হামলা করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, হাসাপাতাল থেকে আমাদের পাওয়া তথ্যে জেনেছি নিহত ব্যক্তিকে লালদিঘী এলাকা থেকে আনা হয়েছে।

আপন দেশ/এমবি





Source link

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

সাশ্রয়ী মূল্যে তেল-ডাল-চিনি পাবে ১০ লাখ শ্রমিক

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

চট্টগ্রামে আইনজীবীর ওপর হামলার ছবি প্রকাশ্যে

প্রকাশ : ১১:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪


চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয় ও আদালতের প্রবেশ সড়কে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। 

এ হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়া বেশকয়েকজন হামলাকারীর কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। নিহত আলিফের ওপর হামলার সময় হামলাকারীরা হেলমেট পরে লাটিসোঁটা, রামদা, বটি দা দিয়ে আক্রমণ করে। কয়েকজনের মুখে মাস্ক ছিল। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া একটি ছবিতে হামলার পর কয়েকজন আলিফকে উদ্ধার করে নিয়ে যেতেও দেখা যায়। 

হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেয়া হামলাকারীরা

এ হামলার পেছনে চট্টগ্রামের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ প্রভুর অনুসারীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।

আজ দুপুরে আদালতে চিন্ময়ের জামিন শুনানি ছিল। জামিন নামঞ্জর হয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এর পরই তার অনুসারীরা আদালত এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আলিফ লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, আদালত থেকে বাসায় ফেরার পথে সড়কে আইনজীবী সাইফুলের ওপর হামলা করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, হাসাপাতাল থেকে আমাদের পাওয়া তথ্যে জেনেছি নিহত ব্যক্তিকে লালদিঘী এলাকা থেকে আনা হয়েছে।

আপন দেশ/এমবি





Source link