চুয়াডাঙ্গা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএমএমইউর নতুন প্রক্টর ডা. শেখ ফরহাদ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ। গত ২০ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপদকালীন সময়ে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে ২০ আগস্টের স্মারক মোতাবেক অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাবরক্ষণ পদ্ধতি সংক্রান্ত প্রবিধান ২০১৭ এর ৪১ (২) ও ৪১ (৩) অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পারিতোষিক প্রাপ্যতা স্বাপেক্ষে তাকে মূল দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টরেরর দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ ২০ আগস্ট থেকে কার্যকর হবে।

এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম নতুন প্রক্টরের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, ডা. শেখ ফরহাদকে প্রক্টরের দায়িত্ব দিয়ে অফিস আদেশ শনিবার প্রকাশ করা হলেও ২০ আগস্ট থেকেই তিনি  প্রক্টরের দায়িত্ব পালন করছেন। ওই দিনের এক স্মারক মোতাবেক তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার প্রকাশিত অফিস আদেশেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ২০০০ সালে এমবিবিএস পাশ করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও মরহুমা ফিরোজা বেগম দম্পতির সন্তান ডা. শেখ ফরহাদ ১৯৭২ সালের  ৭ মে জন্মগ্রহণ করেন। তার সহধর্মিনী ডা. আঞ্জুমান আরা একই বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এই দম্পতির একমাত্র কন্যা মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত।

এমএইচ/এএস



সুত্র ঢাকামেইল

প্রসংঙ্গ :

দামুড়হুদায় আঃলীগ নেতা চাঁদাবাজি মামলায় গ্রেফতার

avashnews

Powered by WooCommerce

বিএসএমএমইউর নতুন প্রক্টর ডা. শেখ ফরহাদ

আপডেটঃ ০৯:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ। গত ২০ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপদকালীন সময়ে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে ২০ আগস্টের স্মারক মোতাবেক অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাবরক্ষণ পদ্ধতি সংক্রান্ত প্রবিধান ২০১৭ এর ৪১ (২) ও ৪১ (৩) অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পারিতোষিক প্রাপ্যতা স্বাপেক্ষে তাকে মূল দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টরেরর দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ ২০ আগস্ট থেকে কার্যকর হবে।

এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম নতুন প্রক্টরের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, ডা. শেখ ফরহাদকে প্রক্টরের দায়িত্ব দিয়ে অফিস আদেশ শনিবার প্রকাশ করা হলেও ২০ আগস্ট থেকেই তিনি  প্রক্টরের দায়িত্ব পালন করছেন। ওই দিনের এক স্মারক মোতাবেক তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার প্রকাশিত অফিস আদেশেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ২০০০ সালে এমবিবিএস পাশ করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও মরহুমা ফিরোজা বেগম দম্পতির সন্তান ডা. শেখ ফরহাদ ১৯৭২ সালের  ৭ মে জন্মগ্রহণ করেন। তার সহধর্মিনী ডা. আঞ্জুমান আরা একই বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এই দম্পতির একমাত্র কন্যা মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত।

এমএইচ/এএস



সুত্র ঢাকামেইল