চুয়াডাঙ্গা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগ ছিল আফ্রিকান মাগুর, যা পেত সব খেয়ে ফেলত


আওয়ামী লীগকে ‘আফ্রিকান মাগুর মাছ’ অ্যাখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সব খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে তারা।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা রক্ত পিপাসু, ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ খুন করেছেন। দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন। তাই তিনি বিরোধী মতের ওপর খুন, গুম, নির্যাতন চালিয়েছেন। এখন ভারতে পলাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তারা একটি নির্দিষ্ট সময়ে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। যাতে ১৭ বছর পর ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ মানুষ চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার করতে হলে করবে। কিন্তু সেটা যদি কালক্ষেপণ হয়, তখনই কিন্তু মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে।

রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। এখানে যেন আর কেউ ডাকাতি করতে না পারে। আর কখনো ছাত্রলীগ যেন কারও দোকান, কারও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করতে না পারে। ঘেরের মাছ, জায়গা, জমি দখল করতে না পারে। সেই দুঃশাসন যেন ফিরে না আসে, সেটি নিশ্চিত করতে হবে। যারা ১৬ বছর ক্ষমতায় থাকতে গিয়ে জনগণকে রাস্তা দিয়ে টেনে নিয়ে হত্যা করেছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।

আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্যসচিব আবুল কালাম শাহিন প্রমুখ।

আরএস





Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

আ’লীগ ছিল আফ্রিকান মাগুর, যা পেত সব খেয়ে ফেলত

আপডেটঃ ০৯:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪


আওয়ামী লীগকে ‘আফ্রিকান মাগুর মাছ’ অ্যাখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সব খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে তারা।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা রক্ত পিপাসু, ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ খুন করেছেন। দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন। তাই তিনি বিরোধী মতের ওপর খুন, গুম, নির্যাতন চালিয়েছেন। এখন ভারতে পলাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তারা একটি নির্দিষ্ট সময়ে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। যাতে ১৭ বছর পর ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ মানুষ চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার করতে হলে করবে। কিন্তু সেটা যদি কালক্ষেপণ হয়, তখনই কিন্তু মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে।

রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। এখানে যেন আর কেউ ডাকাতি করতে না পারে। আর কখনো ছাত্রলীগ যেন কারও দোকান, কারও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করতে না পারে। ঘেরের মাছ, জায়গা, জমি দখল করতে না পারে। সেই দুঃশাসন যেন ফিরে না আসে, সেটি নিশ্চিত করতে হবে। যারা ১৬ বছর ক্ষমতায় থাকতে গিয়ে জনগণকে রাস্তা দিয়ে টেনে নিয়ে হত্যা করেছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।

আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্যসচিব আবুল কালাম শাহিন প্রমুখ।

আরএস





Source link