চুয়াডাঙ্গা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিএমএম আদালত থেকে পালিয়েছে ডাকাতি মামলার আসামি


ঢাকার সিএমএম আদালত থেকে আরিফুর ইসলাম আরিফ (২৮) নামে এক আসামি পালিয়ে গেছেন। রাজধানীর হাতিরঝিল থানায় একটি ডাকাতি মামলা আছে তার নামে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের-১১ থেকে আসামি আরিফ পালিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের।

তারেক জুবায়ের বলেন, এক দিনের রিমান্ড শেষে আসামি আরিফকে শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের-১১ হাজির করা হয়। আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। এ মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কিন্তু এ সময় আদালত থেকে পালিয়ে যান তিনি। আসামির দায়িত্বে ছিলেন সিরাজ ও কাজল নামে দুজন পুলিশ কনেস্টবল।

পুলিশের এ কর্মকর্তা জানান, এ ঘটনায় কনেস্টবল সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া পালিয়ে যাওয়ায় আসামি আরিফের বিরুদ্ধেও মামলা করা হবে।

ইএইচ





Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

সিএমএম আদালত থেকে পালিয়েছে ডাকাতি মামলার আসামি

আপডেটঃ ০১:৩১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪


ঢাকার সিএমএম আদালত থেকে আরিফুর ইসলাম আরিফ (২৮) নামে এক আসামি পালিয়ে গেছেন। রাজধানীর হাতিরঝিল থানায় একটি ডাকাতি মামলা আছে তার নামে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের-১১ থেকে আসামি আরিফ পালিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের।

তারেক জুবায়ের বলেন, এক দিনের রিমান্ড শেষে আসামি আরিফকে শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের-১১ হাজির করা হয়। আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। এ মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কিন্তু এ সময় আদালত থেকে পালিয়ে যান তিনি। আসামির দায়িত্বে ছিলেন সিরাজ ও কাজল নামে দুজন পুলিশ কনেস্টবল।

পুলিশের এ কর্মকর্তা জানান, এ ঘটনায় কনেস্টবল সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া পালিয়ে যাওয়ায় আসামি আরিফের বিরুদ্ধেও মামলা করা হবে।

ইএইচ





Source link