চুয়াডাঙ্গা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স


অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আগে ব্যাট করে সৌম্য সরকার ও স্টিভেন টেলরের ব্যাটিং তাণ্ডবে ১৭৮ রানে থামে রংপুর। জবাবে ১৮ ওভার ১ বলে ১২২ রানেই গুটিয়ে যায় ভিক্টোরিয়া।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করে রংপুর। সৌম্য ও স্টিভেন টেলর উদ্বোধনী জুটিতে তোলেন ১২৪ রান। ৬৮ রান করা টেলরের বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর সাইফ হাসান ৬ ও ওয়েন ম্যাডসেন ১০ রানে দ্রুত বিদায় নিলে বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে রংপুর। সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেই শঙ্কা ছাপিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ এনে দেন। ৭টি চার ৫ ছক্কায় বাংলাদেশি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে। লক্ষ্য তাড়ায় শুরুতে ঝড়ের আভাস দেয় অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল ক্রিকেট ভিক্টোরিয়া। ২৭ রানে প্রথম উইকেট হারানোর পর বলার মতো আর জুটি গড়তে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২২ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। রংপুরের হয়ে যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট নেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন।

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

আপডেটঃ ১২:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪


অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আগে ব্যাট করে সৌম্য সরকার ও স্টিভেন টেলরের ব্যাটিং তাণ্ডবে ১৭৮ রানে থামে রংপুর। জবাবে ১৮ ওভার ১ বলে ১২২ রানেই গুটিয়ে যায় ভিক্টোরিয়া।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করে রংপুর। সৌম্য ও স্টিভেন টেলর উদ্বোধনী জুটিতে তোলেন ১২৪ রান। ৬৮ রান করা টেলরের বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর সাইফ হাসান ৬ ও ওয়েন ম্যাডসেন ১০ রানে দ্রুত বিদায় নিলে বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে রংপুর। সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেই শঙ্কা ছাপিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ এনে দেন। ৭টি চার ৫ ছক্কায় বাংলাদেশি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে। লক্ষ্য তাড়ায় শুরুতে ঝড়ের আভাস দেয় অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল ক্রিকেট ভিক্টোরিয়া। ২৭ রানে প্রথম উইকেট হারানোর পর বলার মতো আর জুটি গড়তে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২২ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। রংপুরের হয়ে যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট নেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন।