চুয়াডাঙ্গা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য উদ্ধার : গোডাউন সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা আলমডাঙ্গায় কম্বল চুরি,মাদক ব্যবসার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক দর্শনায় দু মহিলাকে কুপিয়ে জখম,যুবক আটক রুট পরিবর্তন হচ্ছে না বেনাপোল-সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের চুয়াডাঙ্গায় রুট পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ চুয়াডাঙ্গার সড়কে ভ্যান থেকে ছিটকে পড়ে নারী নিহত ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণীর অনশন দামুড়হুদায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ দর্শনায় বি এন পি নেতাকে কুপালো যুবলীগ কর্মী জীবননগর থানা থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার

লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা

ঘরের মাঠে লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা। ম্যাচের ২০ মিনিটের মাথায় মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি লাল কার্ড পাওয়ার পর দশ জনের দলে নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। হাকিমি মাঠ ছাড়ার আগেই ১-০ গোলে পিছিয়ে যায় পিএসজি।

পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় লরিয়েন্ত। রোমাঁ ফেভার ক্রস থেকে আড়াআড়ি শটে গোল করেন এনজো লু ফি।

 

২৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় আসে পিএসজি। গোলকিপার ইভোন এমভোগোর ভুল থেকে গোল করেন তিনি। বল নিয়ে কিক করতে গিয়ে এমবাপ্পের পাশে ছুঁড়ে দেন এমভোগো। এমন সুযোগে গোল করতে ভুল করেননি ফরাসি তারকার। তবে সমতা ধরে রাখতে পারেনি পিএসজি। ৩৯ মিনিটে লরিয়েন্তেকে ফের এগিয়ে নেন দারলিন ইয়ংওয়া। বিরতির পর ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান দাইয়েং।

এদিকে, হারের পরও ৩৩ ম‍্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি।

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য উদ্ধার : গোডাউন সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা

প্রকাশ : ০৮:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

ঘরের মাঠে লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা। ম্যাচের ২০ মিনিটের মাথায় মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি লাল কার্ড পাওয়ার পর দশ জনের দলে নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। হাকিমি মাঠ ছাড়ার আগেই ১-০ গোলে পিছিয়ে যায় পিএসজি।

পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় লরিয়েন্ত। রোমাঁ ফেভার ক্রস থেকে আড়াআড়ি শটে গোল করেন এনজো লু ফি।

 

২৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় আসে পিএসজি। গোলকিপার ইভোন এমভোগোর ভুল থেকে গোল করেন তিনি। বল নিয়ে কিক করতে গিয়ে এমবাপ্পের পাশে ছুঁড়ে দেন এমভোগো। এমন সুযোগে গোল করতে ভুল করেননি ফরাসি তারকার। তবে সমতা ধরে রাখতে পারেনি পিএসজি। ৩৯ মিনিটে লরিয়েন্তেকে ফের এগিয়ে নেন দারলিন ইয়ংওয়া। বিরতির পর ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান দাইয়েং।

এদিকে, হারের পরও ৩৩ ম‍্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি।