চুয়াডাঙ্গা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উইন্ডোজ ১০ এর যুগ শেষ হতে চলেছে:মাইক্রোসফট

ছবিঃইন্টারনেট থেকে

উইন্ডোজ ১০ এর যুগ শেষ হতে চলেছে । বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, খুব দ্রুতই আয়ু শেষ হচ্ছে উইন্ডোজ ১০-এর। বর্তমানে উইন্ডোজ ১০-এর যে ভার্সানটি রয়েছে সেটিই থাকবে শেষ হিসেবে। ফলে আপনার কম্পিউটার যদি উইন্ডোজ ১০-এ চলে, তাহলে এই অপারেটিং সিস্টেমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।

 

বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, ১৪ অক্টোবর ২০২৫ সালই উইন্ডোজ ১০ এর মেয়াদ শেষ। বর্তমানে যে উইন্ডোজ ১০ এর ভার্সনটি (২২এইচ২) রয়েছে সেটিই থাকবে শেষ হিসেবে। বাকি সব এডিশন থাকবে সমর্থনের যোগ্য হিসেবে। বর্তমানে যে ‘লং টার্ম সার্ভিসিং চ্যানেল রিলিজ’ হয়, তা হতে থাকবে। ওই নির্দিষ্ট তারিখের পরও চলবে আপডেট গ্রহণ। যাতে সিস্টেম তার নিজস্ব জীবনচক্রকে চালিয়ে যেতে পারে।

 

এরপর কী :

উইন্ডোজ ১০ যদি থেমে যায়, তাহলে পরবর্তী পর্যায়ে কী হতে পারে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। বলা হচ্ছে উইজাররা এই পরিস্থিতিতে উইন্ডোজ ১১ এ দিকে যেতে পারেন। এদিকে, উইন্ডোজ ১০ এর পর বাকি অনেক আপডেট হবে বলে জানানো হচ্ছে। তবে যারা উইন্ডোজ ১০ চালিয়ে যেতে চান, তারা তাদের অপারেটিং সিস্টেম আপডেট করুন। 22H2 এই ভার্সানটি পর্যন্ত আপডেট করতে পারেন। এ ছাড়াও উইন্ডোজ ১০, ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত ব্যবহার করতে পারেন।

 

উইন্ডোজ ১১ কী হতে পারে :

বিশ্ব প্রযুক্তির কিংবদন্তী বিল গেটসের সংস্থা মাইক্রোসফটের বর্তমান উইন্ডোজটি ২০২১ সাল বাজারে এসেছিল। তার পরের বছরের মে মাসেই সমস্ত ডিভাইসের মধ্যে তা ঢুকে যায়। এদিকে, উইন্ডোজ ১১ এ নতুন নক্সা তুলে ধরে মাইক্রোসফট। সেখানে নতুন নানান ফিচার দেখা যায়।

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

উইন্ডোজ ১০ এর যুগ শেষ হতে চলেছে:মাইক্রোসফট

আপডেটঃ ০৭:১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

উইন্ডোজ ১০ এর যুগ শেষ হতে চলেছে । বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, খুব দ্রুতই আয়ু শেষ হচ্ছে উইন্ডোজ ১০-এর। বর্তমানে উইন্ডোজ ১০-এর যে ভার্সানটি রয়েছে সেটিই থাকবে শেষ হিসেবে। ফলে আপনার কম্পিউটার যদি উইন্ডোজ ১০-এ চলে, তাহলে এই অপারেটিং সিস্টেমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।

 

বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, ১৪ অক্টোবর ২০২৫ সালই উইন্ডোজ ১০ এর মেয়াদ শেষ। বর্তমানে যে উইন্ডোজ ১০ এর ভার্সনটি (২২এইচ২) রয়েছে সেটিই থাকবে শেষ হিসেবে। বাকি সব এডিশন থাকবে সমর্থনের যোগ্য হিসেবে। বর্তমানে যে ‘লং টার্ম সার্ভিসিং চ্যানেল রিলিজ’ হয়, তা হতে থাকবে। ওই নির্দিষ্ট তারিখের পরও চলবে আপডেট গ্রহণ। যাতে সিস্টেম তার নিজস্ব জীবনচক্রকে চালিয়ে যেতে পারে।

 

এরপর কী :

উইন্ডোজ ১০ যদি থেমে যায়, তাহলে পরবর্তী পর্যায়ে কী হতে পারে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। বলা হচ্ছে উইজাররা এই পরিস্থিতিতে উইন্ডোজ ১১ এ দিকে যেতে পারেন। এদিকে, উইন্ডোজ ১০ এর পর বাকি অনেক আপডেট হবে বলে জানানো হচ্ছে। তবে যারা উইন্ডোজ ১০ চালিয়ে যেতে চান, তারা তাদের অপারেটিং সিস্টেম আপডেট করুন। 22H2 এই ভার্সানটি পর্যন্ত আপডেট করতে পারেন। এ ছাড়াও উইন্ডোজ ১০, ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত ব্যবহার করতে পারেন।

 

উইন্ডোজ ১১ কী হতে পারে :

বিশ্ব প্রযুক্তির কিংবদন্তী বিল গেটসের সংস্থা মাইক্রোসফটের বর্তমান উইন্ডোজটি ২০২১ সাল বাজারে এসেছিল। তার পরের বছরের মে মাসেই সমস্ত ডিভাইসের মধ্যে তা ঢুকে যায়। এদিকে, উইন্ডোজ ১১ এ নতুন নক্সা তুলে ধরে মাইক্রোসফট। সেখানে নতুন নানান ফিচার দেখা যায়।