চুয়াডাঙ্গা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা টানা ১৫ দিন

চুয়াডাঙ্গায় একটানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। গরম যেন কমছেই না সীমান্তবর্তী এ জেলায়। তীব্র গরম ও তাপদাহে জনজীবন অতিষ্ঠ ও স্থবির হয়ে পড়েছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে প্রচারণা।

 

রোববার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৪ শতাংশ।

 

গতকাল শনিবার (১৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে সব মিলে ২ এপ্রিল থেকে টানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, টানা ১৫ দিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। তার সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা ১২ দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫১ শতাংশ।

 

দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। তাপমাত্রা আরও বেড়ে বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ১৪ শতাংশ।

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া অর্ধগলিত লাশটি ভাংবাড়িয়ার টিকটকার মুন্নির

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা টানা ১৫ দিন

প্রকাশ : ০৫:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গায় একটানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। গরম যেন কমছেই না সীমান্তবর্তী এ জেলায়। তীব্র গরম ও তাপদাহে জনজীবন অতিষ্ঠ ও স্থবির হয়ে পড়েছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে প্রচারণা।

 

রোববার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৪ শতাংশ।

 

গতকাল শনিবার (১৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে সব মিলে ২ এপ্রিল থেকে টানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, টানা ১৫ দিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। তার সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা ১২ দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫১ শতাংশ।

 

দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। তাপমাত্রা আরও বেড়ে বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ১৪ শতাংশ।