সৌদি ক্লাব আল হিলালে আগামী এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। বিভিন্ন গণমাধ্যমের দাবি বিশাল অঙ্কের অর্থে সৌদি আরবের লিগে যাচ্ছেন এই আর্জেন্টাইন।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দেওয়া লিওনেল মেসিকে ঘটা করে ফরাসি ক্লাবে এনেছিল পিএসজি। সেই মেসিকেই অনুমোদনহীন সৌদি সফরের কারণে দুই সপ্তাহের জন্য ক্লাব পক্ষ থেকে নিষিদ্ধ করেন তারা। এছাড়াও বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে ফরাসি ক্লাবটির নতুন চুক্তি রয়েছে শঙ্কা। ফলে নতুন কোন ক্লাবে যোগ দিবেন আর্জেন্টাইন মহাতারকা এ নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে।
এরই মাঝে নতুন খবর-সৌদি ক্লাব আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব পেয়েছেন তিনি। আর সেই প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছেন লা পুলগা, এমনটাই জানিয়েছে ফরাসি গণমাধ্যম এএফপি।
এর আগে লিওনেল মেসির পরবর্তী গন্তব্য সৌদি ক্লাব হতে যাচ্ছে এমনটাই জানিয়ে ছিলেন ফিফা এজেন্ট মার্কো কারদেমির। এর সঙ্গে বার্সেলোনা যাচ্ছেন না দাবী করে কারদেমির বলেন, তার ফুটবল ক্যারিয়ারের অবসরের পর নতুন ভূমিকায় বার্সায় ফিরবেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর।
এছাড়া কারদেমির বলেন, মেসি সৌদি ভ্রমণের উদ্দেশ্য দেশটি সম্পর্কে ধারণা নেয়া, তিনি কোথায় থাকবেন তা দেখা। যদি তার পরিবার রাজি হয়ে যায় তবে আল হিলালেই যাবেন মেসি। এদিকে সৌদি আরব চায় ফুটবলের সবচাইতে জনপ্রিয় লীগ হিসেবে পরিচিতি পাবে সৌদি লিগ। আবার ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের চেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা। তাই জনপ্রিয় ফুটবলারদের টানতে বিপুল অর্থ ব্যয়ের পথে হাঁটছে দেশটি।
অন্যদিকে কারদেমিরের দাবী, সার্জিও রামোসকেও সৌদি লিগে যোগ দেয়ার প্রস্তাব দেয়া হবে। এদিকে সৌদিতে পরিবার নিয়ে দারুণ সময় কাটানোর পরই পিএসজির নিষেধাজ্ঞায় পড়েন মেসি।
#UPDATE Argentine superstar Lionel Messi will play in Saudi Arabia next season under a “huge” deal, a source with knowledge of the negotiations told AFP on Tuesday.#AFPSports pic.twitter.com/cGaaTONvav
— AFP News Agency (@AFP) May 9, 2023