চুয়াডাঙ্গা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য উদ্ধার : গোডাউন সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা আলমডাঙ্গায় কম্বল চুরি,মাদক ব্যবসার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক দর্শনায় দু মহিলাকে কুপিয়ে জখম,যুবক আটক রুট পরিবর্তন হচ্ছে না বেনাপোল-সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের চুয়াডাঙ্গায় রুট পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ চুয়াডাঙ্গার সড়কে ভ্যান থেকে ছিটকে পড়ে নারী নিহত ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণীর অনশন দামুড়হুদায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ দর্শনায় বি এন পি নেতাকে কুপালো যুবলীগ কর্মী জীবননগর থানা থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার

সৌদি ক্লাব আল হিলালে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি!

সৌদি ক্লাব আল হিলালে আগামী এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। বিভিন্ন গণমাধ্যমের দাবি বিশাল অঙ্কের অর্থে সৌদি আরবের লিগে যাচ্ছেন এই আর্জেন্টাইন। 

 

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দেওয়া লিওনেল মেসিকে ঘটা করে ফরাসি ক্লাবে এনেছিল পিএসজি। সেই মেসিকেই অনুমোদনহীন সৌদি সফরের কারণে দুই সপ্তাহের জন্য ক্লাব পক্ষ থেকে নিষিদ্ধ করেন তারা। এছাড়াও বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে ফরাসি ক্লাবটির নতুন চুক্তি রয়েছে শঙ্কা। ফলে নতুন কোন ক্লাবে যোগ দিবেন আর্জেন্টাইন মহাতারকা এ নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে।

 

এরই মাঝে নতুন খবর-সৌদি ক্লাব আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব পেয়েছেন তিনি। আর সেই প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছেন লা পুলগা, এমনটাই জানিয়েছে ফরাসি গণমাধ্যম এএফপি।

 

এর আগে লিওনেল মেসির পরবর্তী গন্তব্য সৌদি ক্লাব হতে যাচ্ছে এমনটাই জানিয়ে ছিলেন ফিফা এজেন্ট মার্কো কারদেমির। এর সঙ্গে বার্সেলোনা যাচ্ছেন না দাবী করে কারদেমির বলেন, তার ফুটবল ক্যারিয়ারের অবসরের পর নতুন ভূমিকায় বার্সায় ফিরবেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর।

 

এছাড়া কারদেমির বলেন, মেসি সৌদি ভ্রমণের উদ্দেশ্য দেশটি সম্পর্কে ধারণা নেয়া, তিনি কোথায় থাকবেন তা দেখা। যদি তার পরিবার রাজি হয়ে যায় তবে আল হিলালেই যাবেন মেসি। এদিকে সৌদি আরব চায় ফুটবলের সবচাইতে জনপ্রিয় লীগ হিসেবে পরিচিতি পাবে সৌদি লিগ। আবার ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের চেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা। তাই জনপ্রিয় ফুটবলারদের টানতে বিপুল অর্থ ব্যয়ের পথে হাঁটছে দেশটি।

 

অন্যদিকে কারদেমিরের দাবী, সার্জিও রামোসকেও সৌদি লিগে যোগ দেয়ার প্রস্তাব দেয়া হবে। এদিকে সৌদিতে পরিবার নিয়ে দারুণ সময় কাটানোর পরই পিএসজির নিষেধাজ্ঞায় পড়েন মেসি।

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য উদ্ধার : গোডাউন সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সৌদি ক্লাব আল হিলালে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি!

প্রকাশ : ০৪:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

সৌদি ক্লাব আল হিলালে আগামী এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। বিভিন্ন গণমাধ্যমের দাবি বিশাল অঙ্কের অর্থে সৌদি আরবের লিগে যাচ্ছেন এই আর্জেন্টাইন। 

 

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দেওয়া লিওনেল মেসিকে ঘটা করে ফরাসি ক্লাবে এনেছিল পিএসজি। সেই মেসিকেই অনুমোদনহীন সৌদি সফরের কারণে দুই সপ্তাহের জন্য ক্লাব পক্ষ থেকে নিষিদ্ধ করেন তারা। এছাড়াও বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে ফরাসি ক্লাবটির নতুন চুক্তি রয়েছে শঙ্কা। ফলে নতুন কোন ক্লাবে যোগ দিবেন আর্জেন্টাইন মহাতারকা এ নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে।

 

এরই মাঝে নতুন খবর-সৌদি ক্লাব আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব পেয়েছেন তিনি। আর সেই প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছেন লা পুলগা, এমনটাই জানিয়েছে ফরাসি গণমাধ্যম এএফপি।

 

এর আগে লিওনেল মেসির পরবর্তী গন্তব্য সৌদি ক্লাব হতে যাচ্ছে এমনটাই জানিয়ে ছিলেন ফিফা এজেন্ট মার্কো কারদেমির। এর সঙ্গে বার্সেলোনা যাচ্ছেন না দাবী করে কারদেমির বলেন, তার ফুটবল ক্যারিয়ারের অবসরের পর নতুন ভূমিকায় বার্সায় ফিরবেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর।

 

এছাড়া কারদেমির বলেন, মেসি সৌদি ভ্রমণের উদ্দেশ্য দেশটি সম্পর্কে ধারণা নেয়া, তিনি কোথায় থাকবেন তা দেখা। যদি তার পরিবার রাজি হয়ে যায় তবে আল হিলালেই যাবেন মেসি। এদিকে সৌদি আরব চায় ফুটবলের সবচাইতে জনপ্রিয় লীগ হিসেবে পরিচিতি পাবে সৌদি লিগ। আবার ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের চেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা। তাই জনপ্রিয় ফুটবলারদের টানতে বিপুল অর্থ ব্যয়ের পথে হাঁটছে দেশটি।

 

অন্যদিকে কারদেমিরের দাবী, সার্জিও রামোসকেও সৌদি লিগে যোগ দেয়ার প্রস্তাব দেয়া হবে। এদিকে সৌদিতে পরিবার নিয়ে দারুণ সময় কাটানোর পরই পিএসজির নিষেধাজ্ঞায় পড়েন মেসি।