চুয়াডাঙ্গা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পাকা আমের লাচ্ছি শিখে নিন রেসিপি

বাজারে উঠতে শুরু করেছে পাকা আম। এই গরমে পাকা আমের লাচ্ছি কিন্তু প্রাণ জুড়াতে পারে। তাই শিখে নিন সহজ এই রেসিপি।

avashnews

উপকরণ

 

  • পাকা আম-১টা,
  • চিনি-১ টেবিল চামচ,
  • মিষ্টি দই-১ কাপ,
  • পেস্তা বাদাম- ২/৩টা (কুচি করা),
  • এলাচ গুঁড়ো-১চিমটি।

যেভাবে বানাবেন

 

প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে তা কাঁচের বাটিতে ঢেলে রাখুন। এবার দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন।

 

 

এরপর দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে নিয়ে এলাচ গুঁড়া ও পেস্তা বাদাম ছড়িয়ে দিন। হয়ে গেল মজাদার পাকা আমের লাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

জীবননগরে নিখোঁজের ২০ দিন পর শিক্ষকের গলিত লাশ উদ্ধার

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পাকা আমের লাচ্ছি শিখে নিন রেসিপি

প্রকাশ : ০৭:৪৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

বাজারে উঠতে শুরু করেছে পাকা আম। এই গরমে পাকা আমের লাচ্ছি কিন্তু প্রাণ জুড়াতে পারে। তাই শিখে নিন সহজ এই রেসিপি।

avashnews

উপকরণ

 

  • পাকা আম-১টা,
  • চিনি-১ টেবিল চামচ,
  • মিষ্টি দই-১ কাপ,
  • পেস্তা বাদাম- ২/৩টা (কুচি করা),
  • এলাচ গুঁড়ো-১চিমটি।

যেভাবে বানাবেন

 

প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে তা কাঁচের বাটিতে ঢেলে রাখুন। এবার দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন।

 

 

এরপর দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে নিয়ে এলাচ গুঁড়া ও পেস্তা বাদাম ছড়িয়ে দিন। হয়ে গেল মজাদার পাকা আমের লাচ্ছি।