চুয়াডাঙ্গা ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল-পাওয়ার ট্রিলার মুখোমুখি সংঘর্ষে আইনুর বিশ্বাস (২২) না‌মে এক মোটরসাই‌কেল চালক এক যুবক নিহত হ‌য়ে‌ছে।
শনিবার (২ ডি‌শেম্বর) ভোর রা‌তে রাজশাহী মেডি‌কে‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যায়।
‌নিহত আয়নুল বিশ্বাস উপজেলার জুড়ানপুর পূর্ব পাড়ার আব্দুল মান্নান বিশ্বাস এর ছোট ছেলে।
পা‌রিবা‌রিক ও স্থানী সূত্রে জানা‌গে‌ছে, শুক্রবার (১ ডি‌শেম্বর) দুপুরে জেলার দামুড়হুদা কার্পসডাঙ্গা সড়‌কের কোমরপুর এলাকায় মোটরসাই‌কেলের সাথে পাওয়ার ট্রিলারের মুখোমুখি ‌সংঘর্ষ  হয়। এতে মোটরসাইকেল চালক আয়নুল বিশ্বাস সড়‌কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় পথচা‌রিরা তা‌কে উদ্ধ‌ার ক‌রে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে রাজশাহী মে‌ডি‌কে‌লে রেফার ক‌রেন। ‌সেখা‌নে চি‌কিৎসাধীর অবস্থায় শনিবার ভোর ৪ টার দি‌কে সে মারাযায়।
দামুড়হুদা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি তদন্ত) মাহাবুব ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

Powered by WooCommerce

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

আপডেটঃ ০২:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল-পাওয়ার ট্রিলার মুখোমুখি সংঘর্ষে আইনুর বিশ্বাস (২২) না‌মে এক মোটরসাই‌কেল চালক এক যুবক নিহত হ‌য়ে‌ছে।
শনিবার (২ ডি‌শেম্বর) ভোর রা‌তে রাজশাহী মেডি‌কে‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যায়।
‌নিহত আয়নুল বিশ্বাস উপজেলার জুড়ানপুর পূর্ব পাড়ার আব্দুল মান্নান বিশ্বাস এর ছোট ছেলে।
পা‌রিবা‌রিক ও স্থানী সূত্রে জানা‌গে‌ছে, শুক্রবার (১ ডি‌শেম্বর) দুপুরে জেলার দামুড়হুদা কার্পসডাঙ্গা সড়‌কের কোমরপুর এলাকায় মোটরসাই‌কেলের সাথে পাওয়ার ট্রিলারের মুখোমুখি ‌সংঘর্ষ  হয়। এতে মোটরসাইকেল চালক আয়নুল বিশ্বাস সড়‌কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় পথচা‌রিরা তা‌কে উদ্ধ‌ার ক‌রে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে রাজশাহী মে‌ডি‌কে‌লে রেফার ক‌রেন। ‌সেখা‌নে চি‌কিৎসাধীর অবস্থায় শনিবার ভোর ৪ টার দি‌কে সে মারাযায়।
দামুড়হুদা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি তদন্ত) মাহাবুব ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।