আসন্ন দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র দাখিল কারীরা হলো চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো শহিদুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড আবু তালেব, ভাইস চেয়ারম্যান পদে দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা ও মাজেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন।
দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মাে, নূর উল্লাহ জানান, আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচায় বাছাই। মনোনয়ন পত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তর বিরুদ্ধে আপিল করা যাবে ১৮-২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারর শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভােট গ্রহন ৮মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
দামুড়হুদা উপজেলায় মােট ভােটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৮২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৮৭৯ জন ও মহিলা ১ লাখ ২২ হাজার ৯৪৩ জন।# #