দামুড়হুদার চিৎলা মাঝপাড়ায় পূর্ব বিরোধের জেরে দোকান, বাড়ি, ঘর ও সীমানা পাচিল ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আকবর আলী (৬৫) বাদী হয়ে তিনজনকে আসামী করে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার চিৎলা মাঝপাড়ার দিদার মন্ডলের ছেলে আকবর আলী পরিবারের সাথে একই পাড়ার মোতালেব মন্ডলের পরিবারের জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় সোমবার আকবর আলীর পরিবার আত্মীয় বাড়িতে বেড়াতে যান। বিকেলে বাড়ি ফিরে দেখে তার শত্রু পক্ষ বাড়ি সংলগ্ন মুদি দোকান, ঘর, ও বাড়ীর সিমানা পাচিল ও ঘরের দরজা ভেঙে নগদ টাকা লুটপাট করে। এসময় ঘরে গচ্ছিত থাকা নগদ ৪লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। স্থানীয় প্রতিবেশীরা ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার কে বলতে গেলে শক্র পক্ষ ভুক্তভোগী পরিবার ও স্থানীয় প্রতিবেশীদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমপি ধামকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী আকবর আলী বাদী হয়ে গতকাল মঙ্গলবার দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
দামুড়হুদা মডেল থানার এসআই মাহাবুব জানান, এ সংক্রান্তে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।