পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুকিালে পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের গহীন বনের আড়কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে বুধবার বিকেল ৫টার দিকে তাদেরকে আটক কার হয়।
আটককৃতদের বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বনের গহীনে সুপতি ফরেষ্ট ষ্টেশন সংলগ্ন আরকোদালিয়া খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় শরণখোলা রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বনরক্ষীরা হাতেনাতে পাঁচজনকে আটক করে।
এ সময় তাদের কবল থেকে তিন বোতল কীটনাশক, মাছ ধরার জাল ও নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে- ফজলু হাওলাদার (৩০), রনি মৃধা (২৮), মিজান জোমাদ্দার (২৫), হাসান হাওলাদার (২৮) ও ফয়সাল জোমাদ্দার (২৭)।
এদের সকলের বাড়ি শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) মাহবুব হোসেন বলেন, সুন্দরবনে নিয়মিত টহলকালে কীটনাশকসহ পাঁচ জেলেকে আটক করা হয়। এদের বিরুদ্ধে নিয়মিত বন মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।