দেশে ঝড়ে পড়া গড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হার ১৭ দশমিক নয় শতাংশ। তার মধ্যে বাগেরহাটের মোংলায় এই হার ১৮ দশমিক চার শতাংশ। এই অবস্থায় সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যত গড়তে মোংলায় ব্যতিক্রম শিক্ষা কার্যক্রম চালু হয়েছে।
উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার সেকেন্ড চান্স কর্মসূচির আওতায় ‘শিখন কেন্দ্র’ নামে ৩৫টি স্কুল খোলা হয়েছে এখানে। উপজেলার একটি পৌরসভায় ও ছয়টি ইউনিয়নে এই স্কুল প্রতিষ্ঠান করে বেসরকারি উন্নয়ন সংস্থা নীড় সেবাসংস্থা। এসব স্কুলে মোট ১০৫০ জন কোমলমতি বঞ্চিত শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করছে।
নীড় সেবা সংস্থার মোংলা উপজেলার প্রোগ্রাম ম্যানেজার লিপি ধূনী সোমবার বেলা ১১ টায় মোংলা প্রেস ক্লাব হল রুমে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগাম বাস্তবায়নের
ইতিবৃত্ত ও বর্তমান অবস্থা উপস্থাপন বিষয়ক সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান।