মোংলা থানায় নতুন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে যোগদান করেছেন মোহাম্মাদ সামসুদ্দীন। এর আগে তিনি পাশ্ববর্তী রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে ছিলেন। সেখানে প্রায় আড়াই বছর ধরে দায়িত্ব পালনকালে কর্মদক্ষতায় কঠোরতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সর্বস্তরের মানুষের ভালবাসার পাশাপাশি ব্যাপক সুনামও অর্জন করেছেন তিনি। এরপর সেখান থেকে বদলিজনিত কারণে মোহাম্মদ সামসুদ্দীন বৃহস্পতিবার মোংলা থানায় যোগদান করেছেন।
এদিকে বুধবার বিকেলে তাকে রামপাল থানায় বিদায় সংবর্ধনা জানানো হয়। এরপর তিনি রামপাল থানায় আসা নতুন ওসি এসএম আশরাফুল আলমের কাছে বুধবার রাতে দায়িত্ব হস্তান্তের পরই মোংলা থানায় চলে আসেন। মোহাম্মদ সামসুদ্দীনের বাড়ী ফরিদপুরের ভাঙ্গায়। তিনি আউটসাইড ২৬তম ব্যাচের ক্যাডেটে পুলিশে যোগদান করেন। এর আগে সামসুদ্দীন রামপাল ও কিশোরগঞ্জসহ বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করেছেন।
মোংলা থানার নবাগত ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে ইতিমধ্যেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।
এদিকে গত ১৪এপ্রিল মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন ডিবিতে বদলির পর প্রায় তিন সপ্তাহ ধরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ। #