চুয়াডাঙ্গা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চিতলমারীতে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ: ছুরিকাঘাতে যুবক নিহত

বাগেরহাটের চিতলমারীতে প্রতিবেশী কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দেলোয়ার মুন্সী ওরফে আকাশ (৩০) নামে এক বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম আব্দুল জব্বার শেখ (২৬)। এ ঘটনায় রাজীব শেখ (২৬) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

 

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্ত দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি ঘরে অগ্নিসংযোগ করেছে। আগুনে তাদের ঘরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

 

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রমের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার শেখ চিতলমারী উপজেলার গ্রামের আব্দুল হক শেখের ছেলে। আহত রাজিব শেখ চিতলমারী উপজেলার গোরা নলুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। আহত রাজীবকে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ছুরিকাঘাত কারি দেলোয়ার মুন্সী ওরফে আকাশ চিতলমারী উপজেলার ঘোড়া নলুয়া গ্রামের ডাবলু শেখের ছেলে।

 

পুলিশ জানায়, দুই-তিন দিন আগে বখাটে দিলওয়ার মুন্সি নিহত আব্দুল জব্বার শেখের প্রতিবেশী এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। এ বিষয়ের প্রতিবাদ করলে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্কবিতর্ক হয়। তর্ক-বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে আহত করে।

 

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। মো. রাজিব শেখের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Powered by WooCommerce

চিতলমারীতে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ: ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশ : ০৭:২৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

বাগেরহাটের চিতলমারীতে প্রতিবেশী কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দেলোয়ার মুন্সী ওরফে আকাশ (৩০) নামে এক বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম আব্দুল জব্বার শেখ (২৬)। এ ঘটনায় রাজীব শেখ (২৬) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

 

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্ত দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি ঘরে অগ্নিসংযোগ করেছে। আগুনে তাদের ঘরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

 

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রমের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার শেখ চিতলমারী উপজেলার গ্রামের আব্দুল হক শেখের ছেলে। আহত রাজিব শেখ চিতলমারী উপজেলার গোরা নলুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। আহত রাজীবকে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ছুরিকাঘাত কারি দেলোয়ার মুন্সী ওরফে আকাশ চিতলমারী উপজেলার ঘোড়া নলুয়া গ্রামের ডাবলু শেখের ছেলে।

 

পুলিশ জানায়, দুই-তিন দিন আগে বখাটে দিলওয়ার মুন্সি নিহত আব্দুল জব্বার শেখের প্রতিবেশী এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। এ বিষয়ের প্রতিবাদ করলে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্কবিতর্ক হয়। তর্ক-বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে আহত করে।

 

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। মো. রাজিব শেখের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।