চুয়াডাঙ্গা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ৮ বছর যাবৎ পলাতক দূর্ধর্ষ ডাকাত গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট ফাঁড়ি পুলিশের অভিযানে ৮ বছর ধরে পলাতক দূধর্ষ ডাকাত আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানাযায়,গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মিলন চ্যাটর্জীর নেতৃত্বে বৈরাগীহাট ফাঁড়ি পুলিশ অফিসার এসআই সাইদুল, কনষ্টেবল সোহাগ ও নাহিবুর সহ অভিযান চালিয়ে দীর্ঘ ০৮ বছর যাবৎ পলাতক থাকা ওয়ারেন্ট ভুক্ত আসামী  আওয়াল ডাকাত (৪৫) কে কামদিয়া ইউনিয়নের দেওগাঁও পোতাচাপড় থেকে (২৫ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাত ২টায় গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ডাকাত মো আওয়াল,পিতা -আবু,শ্বশুর- মৃত সাবু মিয়া, সাং- দেওগাঁ কামদিয়া ইউনিয়নের দেওগাঁও পোতাচাপড়।তার বিরুদ্ধে ২০১৫ সালে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডাকাতির চেষ্টা মামলা নং০৭, তাং ১২/০৫/২০১৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড,ঘোড়াঘাট থানার জি আর নং- ২০৬/১৪, ধারা- ৪৫৭‌/৩৮০ পেনাল কোড বিচারাধীন রয়েছে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ বৈরাগীহাট ফাঁড়ি ইনচার্জ মিলন চ্যাটাজী জানান আজ (২৬ এপ্রিল) বুধবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Powered by WooCommerce

গোবিন্দগঞ্জে ৮ বছর যাবৎ পলাতক দূর্ধর্ষ ডাকাত গ্রেফতার

আপডেটঃ ০৬:৩৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট ফাঁড়ি পুলিশের অভিযানে ৮ বছর ধরে পলাতক দূধর্ষ ডাকাত আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানাযায়,গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মিলন চ্যাটর্জীর নেতৃত্বে বৈরাগীহাট ফাঁড়ি পুলিশ অফিসার এসআই সাইদুল, কনষ্টেবল সোহাগ ও নাহিবুর সহ অভিযান চালিয়ে দীর্ঘ ০৮ বছর যাবৎ পলাতক থাকা ওয়ারেন্ট ভুক্ত আসামী  আওয়াল ডাকাত (৪৫) কে কামদিয়া ইউনিয়নের দেওগাঁও পোতাচাপড় থেকে (২৫ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাত ২টায় গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ডাকাত মো আওয়াল,পিতা -আবু,শ্বশুর- মৃত সাবু মিয়া, সাং- দেওগাঁ কামদিয়া ইউনিয়নের দেওগাঁও পোতাচাপড়।তার বিরুদ্ধে ২০১৫ সালে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডাকাতির চেষ্টা মামলা নং০৭, তাং ১২/০৫/২০১৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড,ঘোড়াঘাট থানার জি আর নং- ২০৬/১৪, ধারা- ৪৫৭‌/৩৮০ পেনাল কোড বিচারাধীন রয়েছে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ বৈরাগীহাট ফাঁড়ি ইনচার্জ মিলন চ্যাটাজী জানান আজ (২৬ এপ্রিল) বুধবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।