বেনাপোলের ওপার পেট্রাপোল চেকপোষ্টে বাংলাদেশ থেকে ভারত গমন একটি বাস থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে। সোমবার সকল ৭.৪৫ ঘটিকার সময় রয়েল মৈত্রী কোচ নং ৪১২ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তল্লাশি করে স্বর্ণের এ চালানটি উদ্ধার করে। এসময় ওই গাড়ির চালক মোস্তফা এবং সুপারভাইজার আবুল হাসানকে আটক করে।
বিশেষ সুত্র জানায় রয়েল মৈত্রী টিআরটিসি, টিআরওজি -১১৭১ নং পরিবহনটি ত্রিপুরা- ঢাকা- কোলকাতা গমন করে। ভারতীয় বিএসএফ সদস্যরা গোপন সংবাদ এর ভিত্তিতে গাড়িটি তল্লাশি করে। এক পর্যায়ে ওই গাড়ির ইঞ্জিন কভারে লুকানো থাকা ৭ কেজি স্বর্ণের একটি চালান উদ্ধার করে। এবং এই স্বর্ণ বহন করার অভিযোগে পরিবহনটির চালক ও সুপারভাইজারকে আটক করে বিএসএফ সদস্যরা।
এ বিষয় বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার বলেন বেনাপোলের ওপর ভারতের পেট্রাপোল সীমান্তে স্বর্ণের একটি চালান আটক হয়েছে শুনেছি তবে কি পরিমান আটক হয়েছে এটা বলতে পারব না।