রাজস্ব আয় বাড়াতে বিয়ের ওপর কর নেওয়ার চিন্তা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ পরিকল্পনা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি দেয় সংস্থাটি। মন্ত্রণালয় ডিএসসিসি এলাকায় বিয়ের ওপর কর চালুর অনুমোদনও দিয়েছে। ফলে দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় কেউ বিয়ের পরিকল্পনা করলে তাকে এ কর দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে।
সিটি করপোরেশন আদর্শ কর তপশিল-২০১৬ এ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিয়ের ওপর সুনির্দিষ্ট হারে কর আরোপের নিয়মের কথা বলা হয়েছে। তপশিলের ১৫২ ধারায় বলা হয়েছে, প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে।
বিয়ের কর আইন যা বলে
সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল ২০১৬-তে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিয়ের ওপর সুনির্দিষ্ট হারে কর আরোপের কথা উল্লেখ রয়েছে। তফসিলের ১৫২ ধারায় বলা হয়েছে- প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর পুনরায় বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে পাঁচ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য কর দিতে হবে ২০ হাজার টাকা এবং চতুর্থ বিয়ের জন্য বরকে ৫০ হাজার টাকা দিতে হবে।
তবে স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে বা সন্তানহীন হলে প্রযোজ্য হবে না এ নিয়ম। এক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে কর দিতে হবে ২০০ টাকা।