চুয়াডাঙ্গা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় দু’মোটসাই‌কে‌ল মু‌খোমু‌খি সংঘ‌র্ষে যুবক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার রুদ্রনগর মাদরাসার সাম‌নে দর্শনা কার্পাসডাঙ্গা সড়‌কে দু’মোটসাই‌কে‌ল মু‌খোমু‌খি সংঘ‌র্ষে রাতুল (২২) না‌মে এক যুবক ঘটনাস্থ‌লেই মারাগে‌ছে। আশংঙ্কা জনক অবস্থায় অপর এক যুব‌ককে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

 

‌নিহত রাতুল উপ‌জেলার কুড়ুলগা‌ছি গ্রা‌মের সেতুর ছে‌লে।

 

আজ বুধবার (১৯ জুলাই) রাত ৮ টার দি‌কে এই সড়ক দুর্ঘটনা ঘ‌টে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দি‌কে অত্যান্ত দ্রুত গ‌তি‌তে সড়‌কের দু‌দিক থে‌কে দু‌টি মোটরসাই‌কেল চল‌ছি‌লো। মোটরসাই‌কেল দু‌টি রুদ্রনগর মাদরাসার সাম‌নে পৌছা‌লে মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয়। এতে দু মোটরসাই‌কেল চালক সড়‌কের উপর ছিট‌কে প‌ড়ে গুরুত্বর আহত হয়।

 

এসময় স্থানীয়রা এগিয়ে এসে তা‌দের‌কে উদ্ধার ক‌রে মাথায় পানি দেওয়ার সময় বুঝতে পা‌রে রাতুল মারা‌গে‌ছে।

 

সংবাদ পে‌য়ে দর্শনা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে রাতু‌লের মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে‌ছে এবং গুরুত্বর আহত অজ্ঞাত অপর যুবক‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন।

 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফের‌দৌস ওয়া‌হিদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। # #

Powered by WooCommerce

দামুড়হুদায় দু’মোটসাই‌কে‌ল মু‌খোমু‌খি সংঘ‌র্ষে যুবক নিহত

আপডেটঃ ১০:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার রুদ্রনগর মাদরাসার সাম‌নে দর্শনা কার্পাসডাঙ্গা সড়‌কে দু’মোটসাই‌কে‌ল মু‌খোমু‌খি সংঘ‌র্ষে রাতুল (২২) না‌মে এক যুবক ঘটনাস্থ‌লেই মারাগে‌ছে। আশংঙ্কা জনক অবস্থায় অপর এক যুব‌ককে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

 

‌নিহত রাতুল উপ‌জেলার কুড়ুলগা‌ছি গ্রা‌মের সেতুর ছে‌লে।

 

আজ বুধবার (১৯ জুলাই) রাত ৮ টার দি‌কে এই সড়ক দুর্ঘটনা ঘ‌টে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দি‌কে অত্যান্ত দ্রুত গ‌তি‌তে সড়‌কের দু‌দিক থে‌কে দু‌টি মোটরসাই‌কেল চল‌ছি‌লো। মোটরসাই‌কেল দু‌টি রুদ্রনগর মাদরাসার সাম‌নে পৌছা‌লে মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয়। এতে দু মোটরসাই‌কেল চালক সড়‌কের উপর ছিট‌কে প‌ড়ে গুরুত্বর আহত হয়।

 

এসময় স্থানীয়রা এগিয়ে এসে তা‌দের‌কে উদ্ধার ক‌রে মাথায় পানি দেওয়ার সময় বুঝতে পা‌রে রাতুল মারা‌গে‌ছে।

 

সংবাদ পে‌য়ে দর্শনা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে রাতু‌লের মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে‌ছে এবং গুরুত্বর আহত অজ্ঞাত অপর যুবক‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন।

 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফের‌দৌস ওয়া‌হিদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। # #