চুয়াডাঙ্গা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনা কেরু সহ ৪ টি চিনিকলের কর্মকর্তাদের নিয়ে উন্নত আখচাষের প্রশিক্ষণ

Exif_JPEG_420

উন্নত পদ্ধতিতে আখচাষ আখ উন্নয়ন, সমস্যা সমাধান ও চাষীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আখচাষ বৃদ্ধির বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ আজ মঙ্গলবার দুপুরে শেষ হয়েছে।

 

কেরু চিনিকল ট্রেনিং কমপ্লেক্স ভবনে ও মিলের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের যুগ্ম সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন পরিচালক (ইক্ষু গবেষনা) জনাব পুলক কান্তি বড়ুয়া,প্রধান সিপিই গিয়াস উদ্দীন। প্রশিক্ষনে নাটোর মোবারকগন্জ, ফরিদপুর ও কেরু চিনিকলের প্রায় শতাধীক কর্মকর্তা ও সিডিএ গন উপস্থিত ছিলেন।

 

কেরু চিনিকলের সার্বিক আয়োজনে ও বি এস এফ আই সি এর উদ্যেগে গত রবিবার সকাল ১১টায় তিন দিনের এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন পরিচালক( অর্থ) মো: খন্দকার আজিম আহম্মেদ এনডিসি,প্রধান টি এস ডঃ জেবুন নাহার, জি এম (বীজ) রওশন আরা আরজু।

 

কেরু চিনিকলের (জি এম) আশরাফুল আলম ভুইয়া,ডিজিএম (খামার) সুমন কুমার সাহা,খামার ইনর্চ্জা মো: এমদাদুল হক,ওমর ফারুক সহ শতাধীক কর্মকর্রতা অতিথি হিসেবে অংশ গ্রহন করেন। পরে সার্বিক বিষয়ে মুল্ল্যায়ন করে প্রশিক্ষানার্থীদের মধ্যে মেধা তালিকায় সনদ বিতরন করা হয়।

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

দর্শনা কেরু সহ ৪ টি চিনিকলের কর্মকর্তাদের নিয়ে উন্নত আখচাষের প্রশিক্ষণ

আপডেটঃ ০৭:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

উন্নত পদ্ধতিতে আখচাষ আখ উন্নয়ন, সমস্যা সমাধান ও চাষীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আখচাষ বৃদ্ধির বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ আজ মঙ্গলবার দুপুরে শেষ হয়েছে।

 

কেরু চিনিকল ট্রেনিং কমপ্লেক্স ভবনে ও মিলের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের যুগ্ম সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন পরিচালক (ইক্ষু গবেষনা) জনাব পুলক কান্তি বড়ুয়া,প্রধান সিপিই গিয়াস উদ্দীন। প্রশিক্ষনে নাটোর মোবারকগন্জ, ফরিদপুর ও কেরু চিনিকলের প্রায় শতাধীক কর্মকর্তা ও সিডিএ গন উপস্থিত ছিলেন।

 

কেরু চিনিকলের সার্বিক আয়োজনে ও বি এস এফ আই সি এর উদ্যেগে গত রবিবার সকাল ১১টায় তিন দিনের এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন পরিচালক( অর্থ) মো: খন্দকার আজিম আহম্মেদ এনডিসি,প্রধান টি এস ডঃ জেবুন নাহার, জি এম (বীজ) রওশন আরা আরজু।

 

কেরু চিনিকলের (জি এম) আশরাফুল আলম ভুইয়া,ডিজিএম (খামার) সুমন কুমার সাহা,খামার ইনর্চ্জা মো: এমদাদুল হক,ওমর ফারুক সহ শতাধীক কর্মকর্রতা অতিথি হিসেবে অংশ গ্রহন করেন। পরে সার্বিক বিষয়ে মুল্ল্যায়ন করে প্রশিক্ষানার্থীদের মধ্যে মেধা তালিকায় সনদ বিতরন করা হয়।