চুয়াডাঙ্গা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
টাকা ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি দেওয়া হলো ছয় ব্যাংককে, প্রয়োজন মতো পাবেন গ্রাহকরা দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে :তারেক রহমান মঞ্চ মাতাতে ঢাকায় আতিফ আসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াতের আমির দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে অবৈধ বাঁধ অপসারণ ও ম্যাজিক জাল উদ্ধার : আগুনে পুড়িয়ে বিনষ্ট নতুন পরিচয়ে আসছেন ক্যাটরিনা চৈতি গ্রুপের আবুল কালাম সম্মিলিত পরিষদের প্যানেল নেতা মাগুরায় বিক্ষোভ মিছিল জেলা যুবদলের সভাপতি সম্পাদককে অবাঞ্চিত ঘোষনা সুষ্ঠু তদন্তের পর সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত: মাহফুজ আলম শ্রীলঙ্কার ব্যাটাররা টিকলো মাত্র ৮৩ বল, ৪২ রান

টাকা ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি দেওয়া হলো ছয় ব্যাংককে, প্রয়োজন মতো পাবেন গ্রাহকরা


অন্তর্বর্তী সরকার গঠনের পর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া বন্ধ করা হয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল ছয় ব্যাংককে এ পর্যন্ত ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। রবিবার থেকে গ্রাহকরা প্রয়োজন মতো টাকা উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, আমানতকারীদের আমানতের পুরো নিশ্চয়তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, সরকারের। আমানত নিয়ে গ্রাহককে কোনো চিন্তা করতে হবে না। গ্রাহকের যখন যে পরিমাণ টাকা প্রয়োজন, রবিবার থেকে পাবেন। ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, সর্বোপরি টাকা ছাপিয়ে বাণিজ্যিক ব্যাংককে দেওয়া হবে। তবে সমপরিমাণ টাকা বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেওয়া হবে, যাতে বাজারে বাড়তি টাকা না থাকে এবং মূল্যস্ফীতি না হয়। আগেরমতোই সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে।

অতীতে সরকার ছাপিয়ে ধার দিয়েছে, বর্তমান সরকারেও সময়েও তা করা হচ্ছে, পার্থক্য কী- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্বল ব্যাংকের আজ্ঞাবহ কমিটি ভেঙে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে জবাবদিহির আওতায় আনা হয়েছে।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/ইএস





সুত্র ঢাকা টাইমস

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

টাকা ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি দেওয়া হলো ছয় ব্যাংককে, প্রয়োজন মতো পাবেন গ্রাহকরা

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

টাকা ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি দেওয়া হলো ছয় ব্যাংককে, প্রয়োজন মতো পাবেন গ্রাহকরা

প্রকাশ : ০৩:৫৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪


অন্তর্বর্তী সরকার গঠনের পর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া বন্ধ করা হয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল ছয় ব্যাংককে এ পর্যন্ত ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। রবিবার থেকে গ্রাহকরা প্রয়োজন মতো টাকা উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, আমানতকারীদের আমানতের পুরো নিশ্চয়তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, সরকারের। আমানত নিয়ে গ্রাহককে কোনো চিন্তা করতে হবে না। গ্রাহকের যখন যে পরিমাণ টাকা প্রয়োজন, রবিবার থেকে পাবেন। ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, সর্বোপরি টাকা ছাপিয়ে বাণিজ্যিক ব্যাংককে দেওয়া হবে। তবে সমপরিমাণ টাকা বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেওয়া হবে, যাতে বাজারে বাড়তি টাকা না থাকে এবং মূল্যস্ফীতি না হয়। আগেরমতোই সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে।

অতীতে সরকার ছাপিয়ে ধার দিয়েছে, বর্তমান সরকারেও সময়েও তা করা হচ্ছে, পার্থক্য কী- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্বল ব্যাংকের আজ্ঞাবহ কমিটি ভেঙে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে জবাবদিহির আওতায় আনা হয়েছে।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/ইএস





সুত্র ঢাকা টাইমস