চুয়াডাঙ্গা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘শনিবার বিকেল’ দেশের আগে বিদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পেলো

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। তবে দেশে নয়, আমেরিকা ও কানাডার ৭১টি থিয়েটারে দেখা যাচ্ছে সিনেমাটি। এবারই প্রথম ফারুকীর কোনো সিনেমা দেশের আগে বিদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পেলো।

 

আমেরিকা ও কানাডার দর্শকদের উদ্দেশে ফারুকী বলেছিলেন, আপনারা কোনো কান কথায় বিভ্রান্ত না হয়ে সিনেমাটি দেখেন। দেখার পরে সিনেমাটি যদি আপনাকে নাড়া দেয়, তাহলে সিনেমাটি নিয়ে আপনার ভাবনাটা লিখে পোস্ট করেন। আমরা তাহলে আপনাদের ভাবনা জানতে পারব। একই সঙ্গে অন্য দর্শকরাও জানতে পারবে। এতে করে সিনেমাটি দেখতে তারা উদ্বুদ্ধ হতে পারে।

 

215465 1

সিনেমা মুক্তির পর দর্শকের আবেগ-অনুভূতি জানতে পেরে আপ্লুত নির্মাতা। তিনি জানিয়েছেন, ‘জামাইকা মাল্টিপ্লেক্সে সন্ধ্যার শো-টা ছিলো অ্যাবসোলিউটলি হার্টওয়ার্মিং। আপনারা যারা যারা শো শেষে আবেগ-অনুভূতি জানিয়েছেন, আপনাদের প্রত্যেকটা কথা আমার চার বছরের দুঃখ গায়েব করে দিয়েছে। একটাই দুঃখ, আমার টিমের মেম্বাররা কেউ এখানে বসে এই অনুভূতিগুলা এক্সপেরিয়েন্স করতে পারল না। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।’

 

ফারুকীর ভাষ্য, ‘বড় ব্যানারের সিনেমার মতো আমাদের এত টাকা নাই মার্কেটিংয়ে খরচ করার। আমাদের কেবল সিনেমাটাই আছে, আর আছেন আপনারা। আপনারা যারা যারা সিনেমাটি দেখছেন, মুভড হয়েছেন, আপনাদের সার্কেলে এবার সিনেমাটির কথা ছড়িয়ে দেন! আপনাদের কাছের মানুষদের, বন্ধুদের সিনেমাটি দেখতে বলেন!’

নির্মাতা বলেন, ‘আমেরিকা-কানাডার অন্যান্য থিয়েটার থেকে যারা সিনেমা দেখে অনুভূতি শেয়ার করছেন, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা। আমরা কান পেতে আছি শুনতে!’

215465 2

 

প্রসঙ্গত, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

 

সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী ‘শনিবার বিকেল’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে ১০ মার্চ আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৃথিবীর অন্যান্য দেশে যাবে।

সুত্রঃ আরটিভি নিউজ

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

জীবননগরে অধিকমূল্যে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

‘শনিবার বিকেল’ দেশের আগে বিদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পেলো

প্রকাশ : ০৮:০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। তবে দেশে নয়, আমেরিকা ও কানাডার ৭১টি থিয়েটারে দেখা যাচ্ছে সিনেমাটি। এবারই প্রথম ফারুকীর কোনো সিনেমা দেশের আগে বিদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পেলো।

 

আমেরিকা ও কানাডার দর্শকদের উদ্দেশে ফারুকী বলেছিলেন, আপনারা কোনো কান কথায় বিভ্রান্ত না হয়ে সিনেমাটি দেখেন। দেখার পরে সিনেমাটি যদি আপনাকে নাড়া দেয়, তাহলে সিনেমাটি নিয়ে আপনার ভাবনাটা লিখে পোস্ট করেন। আমরা তাহলে আপনাদের ভাবনা জানতে পারব। একই সঙ্গে অন্য দর্শকরাও জানতে পারবে। এতে করে সিনেমাটি দেখতে তারা উদ্বুদ্ধ হতে পারে।

 

215465 1

সিনেমা মুক্তির পর দর্শকের আবেগ-অনুভূতি জানতে পেরে আপ্লুত নির্মাতা। তিনি জানিয়েছেন, ‘জামাইকা মাল্টিপ্লেক্সে সন্ধ্যার শো-টা ছিলো অ্যাবসোলিউটলি হার্টওয়ার্মিং। আপনারা যারা যারা শো শেষে আবেগ-অনুভূতি জানিয়েছেন, আপনাদের প্রত্যেকটা কথা আমার চার বছরের দুঃখ গায়েব করে দিয়েছে। একটাই দুঃখ, আমার টিমের মেম্বাররা কেউ এখানে বসে এই অনুভূতিগুলা এক্সপেরিয়েন্স করতে পারল না। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।’

 

ফারুকীর ভাষ্য, ‘বড় ব্যানারের সিনেমার মতো আমাদের এত টাকা নাই মার্কেটিংয়ে খরচ করার। আমাদের কেবল সিনেমাটাই আছে, আর আছেন আপনারা। আপনারা যারা যারা সিনেমাটি দেখছেন, মুভড হয়েছেন, আপনাদের সার্কেলে এবার সিনেমাটির কথা ছড়িয়ে দেন! আপনাদের কাছের মানুষদের, বন্ধুদের সিনেমাটি দেখতে বলেন!’

নির্মাতা বলেন, ‘আমেরিকা-কানাডার অন্যান্য থিয়েটার থেকে যারা সিনেমা দেখে অনুভূতি শেয়ার করছেন, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা। আমরা কান পেতে আছি শুনতে!’

215465 2

 

প্রসঙ্গত, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

 

সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী ‘শনিবার বিকেল’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে ১০ মার্চ আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৃথিবীর অন্যান্য দেশে যাবে।

সুত্রঃ আরটিভি নিউজ