চুয়াডাঙ্গা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মধুমিতা ‘টাম টাম’ গানে ভিন্ন লুকে

সম্প্রতি তামিল ভাষায় তৈরি হওয়া অ্যাকশন থ্রিলার ছবি ‘এনিমি’তে ব্যবহৃত ‘টাম টাম’ গানটি সুপারহিট হয়েছে। তাই মাঝে মধ্যেই এই গানের সঙ্গে নেচে উঠতে দেখা যায় নেটপাড়ার সকলকেই। এবার সেই ট্রেন্ডেই গা ভাসালেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার।

ছবিতে ‘টাম টাম’ গানটি ব্যবহৃত হয়েছিল এক বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেই গানে নাচতে দেখা গিয়েছিল মিরনালিনি রবি, বিশাল ও আর্য তামিলকে। বিবেকের লিরিকের সঙ্গে গানটি গেয়েছিলেন শ্রী বর্ধিনী, অদিতি, সত্য যামিনী, রোশিনী ও তেজস্বিনী। নতুন রিলে মধুমিতাকে দেখা গিয়েছে নো-মেকআপ লুকের সঙ্গে এলো চুলে নাচের ছন্দে কোমর দোলাতে। মধুমিতার পরনে ছিল কালো হট প্যান্টের সঙ্গে হোয়াইট টি-শার্ট ও কমলা শ্রাগ।

Modhumita

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইদানিং তাকে ওয়েব সিরিজ অথবা বড়পর্দাতেই বেশি দেখা যায়।

মধুমিতা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই লাইভে এসে ভক্তদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেন। অভিনেত্রীর সামাজিক মধ্যমে চোখ রাখলেই দেখা যায় কখনও ফ্যাশনেবল ওয়ের্স্টান পোশাকে, আবার কখনও ট্রেন্ডিং নাচের সঙ্গে মেতে উঠেছেন। তাই মধুমিতার ফ্যান ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়।

 

 

মধুমিতা সরকারের হাতে এই মুহূর্তে রয়েছে বেশকিছু নতুন কাজ আছে। ‘চিনি-টু’ র শুটিং ইতিমধ্যেই শুরু করেছেন মধুমিতা। ছবিতে চিনির ভূমিকায় থাকছেন তিনি।

Modhumita

 

মধুমিতা ছাড়াও এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। অপরাজিতাকে ছবিতে দেখা যাবে মিষ্টি নামের একজন মধ্য বয়সী নারী চরিত্রে। তবে মিষ্টি ও চিনি এই ছবিতে মা এবং মেয়ের ভূমিকায় অভিনয় করছেন না। ভিন্ন সামাজিক স্তর থেকে উঠে আসা দুই স্বতন্ত্র ব্যক্তির জীবনধারা ফুটে উঠবে ছবিতে।

 

মৈনাক ভৌমিকের পরিচালনায় ‘চিনি-টু’তে একদিকে যেমন রয়েছে মানুষের আবেগ অপরদিকে রয়েছে অনেক টুইস্ট। এসভিএফের প্রযোজনায় এই ছবির সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রসেন।

সুত্রঃ ঢাকা মেইল

Powered by WooCommerce

মধুমিতা ‘টাম টাম’ গানে ভিন্ন লুকে

আপডেটঃ ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

সম্প্রতি তামিল ভাষায় তৈরি হওয়া অ্যাকশন থ্রিলার ছবি ‘এনিমি’তে ব্যবহৃত ‘টাম টাম’ গানটি সুপারহিট হয়েছে। তাই মাঝে মধ্যেই এই গানের সঙ্গে নেচে উঠতে দেখা যায় নেটপাড়ার সকলকেই। এবার সেই ট্রেন্ডেই গা ভাসালেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার।

ছবিতে ‘টাম টাম’ গানটি ব্যবহৃত হয়েছিল এক বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেই গানে নাচতে দেখা গিয়েছিল মিরনালিনি রবি, বিশাল ও আর্য তামিলকে। বিবেকের লিরিকের সঙ্গে গানটি গেয়েছিলেন শ্রী বর্ধিনী, অদিতি, সত্য যামিনী, রোশিনী ও তেজস্বিনী। নতুন রিলে মধুমিতাকে দেখা গিয়েছে নো-মেকআপ লুকের সঙ্গে এলো চুলে নাচের ছন্দে কোমর দোলাতে। মধুমিতার পরনে ছিল কালো হট প্যান্টের সঙ্গে হোয়াইট টি-শার্ট ও কমলা শ্রাগ।

Modhumita

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইদানিং তাকে ওয়েব সিরিজ অথবা বড়পর্দাতেই বেশি দেখা যায়।

মধুমিতা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই লাইভে এসে ভক্তদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেন। অভিনেত্রীর সামাজিক মধ্যমে চোখ রাখলেই দেখা যায় কখনও ফ্যাশনেবল ওয়ের্স্টান পোশাকে, আবার কখনও ট্রেন্ডিং নাচের সঙ্গে মেতে উঠেছেন। তাই মধুমিতার ফ্যান ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়।

 

 

মধুমিতা সরকারের হাতে এই মুহূর্তে রয়েছে বেশকিছু নতুন কাজ আছে। ‘চিনি-টু’ র শুটিং ইতিমধ্যেই শুরু করেছেন মধুমিতা। ছবিতে চিনির ভূমিকায় থাকছেন তিনি।

Modhumita

 

মধুমিতা ছাড়াও এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। অপরাজিতাকে ছবিতে দেখা যাবে মিষ্টি নামের একজন মধ্য বয়সী নারী চরিত্রে। তবে মিষ্টি ও চিনি এই ছবিতে মা এবং মেয়ের ভূমিকায় অভিনয় করছেন না। ভিন্ন সামাজিক স্তর থেকে উঠে আসা দুই স্বতন্ত্র ব্যক্তির জীবনধারা ফুটে উঠবে ছবিতে।

 

মৈনাক ভৌমিকের পরিচালনায় ‘চিনি-টু’তে একদিকে যেমন রয়েছে মানুষের আবেগ অপরদিকে রয়েছে অনেক টুইস্ট। এসভিএফের প্রযোজনায় এই ছবির সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রসেন।

সুত্রঃ ঢাকা মেইল