চুয়াডাঙ্গা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফের শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন রানি !

সুযোগ পেলেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের রানি। তবে এবার শুধু প্রশংসা নয়, শাহরুখের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করার ছক কষে ফেলেছেন। হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রানি।

 

রানির কথায়, ”আমি চাই লেখকরা আমার আর শাহরুখকে কাস্ট করে একটা পরিণত প্রেমের গল্প লিখুক। আমি শাহরুখের সঙ্গে এরকমই একটা প্রেমের গল্পে অভিনয় করতে চাই। আমার ৮০ বছর বয়স হয়ে গেলেও শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই। তখন হয়তো শাহরুখের বয়স হবে ৯৫!”

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখকে সঙ্গে নিয়ে খুব জলদিই নাকি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন রানি। তবে আপাতত সবই প্রাথমিক স্তরে।

shahrukh rani

 

রানির নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ বক্স অফিসের হিসাব বলছে শুধু গোটা দেশে নয়, পশ্চিমবঙ্গেও দারুণ ব্যবসা করছে এই ছবি। আর তা জানতে পেরেই বাংলার মানুষদের ধন্যবাদ জানালেন রানি। এক সংবাদ মাধ্যমে রানি বলেন, আমি বাঙালি হিসেবে গর্বিত। বাংলার মানুষ সবসময় আমাকে এবং আমার ছবির পাশে দাঁড়িয়েছেন। তার জন্য আমি তাদের কাছে অশেষ কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।

 

 

Powered by WooCommerce

ফের শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন রানি !

আপডেটঃ ১২:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

সুযোগ পেলেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের রানি। তবে এবার শুধু প্রশংসা নয়, শাহরুখের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করার ছক কষে ফেলেছেন। হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রানি।

 

রানির কথায়, ”আমি চাই লেখকরা আমার আর শাহরুখকে কাস্ট করে একটা পরিণত প্রেমের গল্প লিখুক। আমি শাহরুখের সঙ্গে এরকমই একটা প্রেমের গল্পে অভিনয় করতে চাই। আমার ৮০ বছর বয়স হয়ে গেলেও শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই। তখন হয়তো শাহরুখের বয়স হবে ৯৫!”

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখকে সঙ্গে নিয়ে খুব জলদিই নাকি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন রানি। তবে আপাতত সবই প্রাথমিক স্তরে।

shahrukh rani

 

রানির নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ বক্স অফিসের হিসাব বলছে শুধু গোটা দেশে নয়, পশ্চিমবঙ্গেও দারুণ ব্যবসা করছে এই ছবি। আর তা জানতে পেরেই বাংলার মানুষদের ধন্যবাদ জানালেন রানি। এক সংবাদ মাধ্যমে রানি বলেন, আমি বাঙালি হিসেবে গর্বিত। বাংলার মানুষ সবসময় আমাকে এবং আমার ছবির পাশে দাঁড়িয়েছেন। তার জন্য আমি তাদের কাছে অশেষ কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।