চুয়াডাঙ্গা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে: হাসনাত আব্দুল্লাহ ভোলা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি DC Office Job Circular 2025 ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ CS Munshiganj Job circular 2025 রমজানকে আয়ের মাস মনে করে ব্যবসায়ীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে আবাসিক হোটেলে আটকে রেখে পালাক্রমে সারারাত ধর্ষণ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি BBAL Job Circular 2025 যারা আ.লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে : প্রেস সচিব রাঙ্গামাটি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি RMMC Job Circular 2025 রেললাইন থেকে জনগণই তুলে দেবে তিতুমীর শিক্ষার্থীদের

আমির খান নেপালে ধ্যানমগ্ন

এবার আমির খানের যত কাণ্ড কাঠমুন্ডুতে। বলিউডের সুপারস্টার নাকি উড়ে গিয়েছেন নেপালে! শোনা যাচ্ছে, সেখানে ১১ দিনের মেডিটেশন কোর্স করবেন অনস্ক্রিন ফুংশুক ওয়াংড়ু। রোববারই কাঠমুন্ডুর শহরতলিতে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানেই হবে ধ্যানের কোর্স। কাঠমুন্ডুর উপকণ্ঠে বুদ্ধনীলকণ্ঠে নেপাল বিপাসনা সেন্টারে মেডিটেশন কোর্স করবেন তিনি। এই কোর্সের খ্যাতি বিশ্বজোড়া।

 

মানসিক উত্তরণ ও প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থাকতেই আমির মেডিটেশনের শরণাপন্ন হচ্ছেন বলে ধারণা অনুরাগীদের। আমিরের শেষ মুক্তি পাওয়া ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে৷ কারিনা কাপুরের সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন লক্ষ্মীলাভ করাতে পারেনি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণকে৷

 

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ১১ দিনের মেডিটেশন প্রোগামের জন্য নেপাল পাড়ি দিয়েছেন আমির। কাঠমান্ডুর বুধানীলকণ্ঠে বিপশ্যনা ধ্যানে মগ্ন হবেন আমির। সংস্কৃতে বিপশ্যনা মানে কোনোকিছুকে ‘বিশেষ ভাবে দেখা’। এটি মূলত আত্মশোধনের একটি পদ্ধতি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে এই চল বেশি দেখা গেলেও এই সাধনাটি কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মের মানুষের মধ্যে আবদ্ধ নয়।

 

নেপাল থেকে পোস্ট করা আমিরের বেশ কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। একটি ছবিতে বৌদ্ধ সন্ন্যাসীর পাশে মাথা নত অবস্থায় দেখা গেছে বলিউডের এই সুপারস্টারকে।

 

গত বছরের নভেম্বরে, দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আমির জানিয়েছিলেন,আপতত রুপোলি পর্দা থেকে বিরতি নিতে চান তিনি। আমির বলেছিলেন, তিনি যখন একজন অভিনেতা হিসাবে সিনেমায় কাজ করেন তখন এতটাই মগ্ন থাকেন আর কিছু মাথায় থাকে না। এখন তিনি পরিবারকে, নিজেকে সময় দিতে চান।

 

জনপ্রিয়
avashnews

ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে: হাসনাত আব্দুল্লাহ

avashnews

Powered by WooCommerce

আমির খান নেপালে ধ্যানমগ্ন

আপডেটঃ ০৫:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

এবার আমির খানের যত কাণ্ড কাঠমুন্ডুতে। বলিউডের সুপারস্টার নাকি উড়ে গিয়েছেন নেপালে! শোনা যাচ্ছে, সেখানে ১১ দিনের মেডিটেশন কোর্স করবেন অনস্ক্রিন ফুংশুক ওয়াংড়ু। রোববারই কাঠমুন্ডুর শহরতলিতে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানেই হবে ধ্যানের কোর্স। কাঠমুন্ডুর উপকণ্ঠে বুদ্ধনীলকণ্ঠে নেপাল বিপাসনা সেন্টারে মেডিটেশন কোর্স করবেন তিনি। এই কোর্সের খ্যাতি বিশ্বজোড়া।

 

মানসিক উত্তরণ ও প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থাকতেই আমির মেডিটেশনের শরণাপন্ন হচ্ছেন বলে ধারণা অনুরাগীদের। আমিরের শেষ মুক্তি পাওয়া ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে৷ কারিনা কাপুরের সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন লক্ষ্মীলাভ করাতে পারেনি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণকে৷

 

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ১১ দিনের মেডিটেশন প্রোগামের জন্য নেপাল পাড়ি দিয়েছেন আমির। কাঠমান্ডুর বুধানীলকণ্ঠে বিপশ্যনা ধ্যানে মগ্ন হবেন আমির। সংস্কৃতে বিপশ্যনা মানে কোনোকিছুকে ‘বিশেষ ভাবে দেখা’। এটি মূলত আত্মশোধনের একটি পদ্ধতি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে এই চল বেশি দেখা গেলেও এই সাধনাটি কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মের মানুষের মধ্যে আবদ্ধ নয়।

 

নেপাল থেকে পোস্ট করা আমিরের বেশ কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। একটি ছবিতে বৌদ্ধ সন্ন্যাসীর পাশে মাথা নত অবস্থায় দেখা গেছে বলিউডের এই সুপারস্টারকে।

 

গত বছরের নভেম্বরে, দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আমির জানিয়েছিলেন,আপতত রুপোলি পর্দা থেকে বিরতি নিতে চান তিনি। আমির বলেছিলেন, তিনি যখন একজন অভিনেতা হিসাবে সিনেমায় কাজ করেন তখন এতটাই মগ্ন থাকেন আর কিছু মাথায় থাকে না। এখন তিনি পরিবারকে, নিজেকে সময় দিতে চান।