চুয়াডাঙ্গা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে: হাসনাত আব্দুল্লাহ ভোলা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি DC Office Job Circular 2025 ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ CS Munshiganj Job circular 2025 রমজানকে আয়ের মাস মনে করে ব্যবসায়ীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে আবাসিক হোটেলে আটকে রেখে পালাক্রমে সারারাত ধর্ষণ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি BBAL Job Circular 2025 যারা আ.লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে : প্রেস সচিব রাঙ্গামাটি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি RMMC Job Circular 2025 রেললাইন থেকে জনগণই তুলে দেবে তিতুমীর শিক্ষার্থীদের

দেব প্রাক্তন প্রেমিকা ‘ইন্দুবালা’ শুভশ্রীকে পুরস্কার তুলে দিলেন

একটা সময় টলি সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। প্রকাশ্যে কোনওদিন সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তাঁরা, তবে প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল। তবে সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে প্রাক্তন এই জুটিকে দাঁড়াতে হয়েছে একমঞ্চে। আর সেখানেই শুভশ্রীর হাতে পুরস্কার তুলে দেন সাংসদ দেব। 

 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শনিবার এক অ্যাওয়ার্ড সেরেমানির মঞ্চে শুধু পাশাপাশি নয়, শুভশ্রীকে সম্মান জানিয়েছেন দেব। টিভি নাইন বাংলার অ্যাওয়ার্ডে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর জন্য সেরা অভিনেত্রীর (ওটিটি) সম্মান জেতেন শুভশ্রী, আর সেই পুরস্কার হাতে তুলে দেন দেব ।

shuvoshree

মঞ্চে শিফন শাড়িতে ঝলমলে শুভশ্রী, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। খোলা চুল আর মানানসই মেকআপে দ্যুতি ছড়াচ্ছিলেন নায়িকা। পাশে আসমানি নীল শার্ট আর কালো ব্লেজার আর প্যান্টে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন দেব।

 

শুভশ্রীর হাতে পুরস্কার তুলে দিলেও দুজনের মধ্যকার অস্বস্তিবোধ নজর এড়ায়নি ভক্তদের।

 

একজন লেখেন- ‘দেব কিন্তু একবার শুভশ্রীর চোখের দিকে তাকালো না’। অপর একজন লেখেন- ‘সবচেয়ে প্রিয় জুটি, আবার তোমাদের একসঙ্গে পর্দায় দেখতে চাই’।

 

দেব-শুভশ্রী জুটির সফর শুরু হয়েছিল ‘চ্যালেঞ্জ’ থেকে, তারপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’- একসঙ্গে রুপোলি পর্দা কাঁপিয়েছেন তাঁরা। ব্রেক আপের পরেও প্রযোজক দেব তাঁর প্রথম ছবির নায়িকা হিসাবে কাস্ট করেছিলেন শুভশ্রীকে, তবে সেই ছবি (ধূমকেতু) আজও বাক্স বন্দি হয়ে পড়ে রয়েছে।

 

সহ-প্রযোজক রানা সরকারের সঙ্গে মতের মিল না হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে এই ছবির মুক্তি। দেব-শুভশ্রী ভক্তরা একান্তভাবে চায় মুক্তি পাক এই ছবি। যদিও গত সাত বছর ধরে বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে ‘ধূমকেতু’।

জনপ্রিয়
avashnews

ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে: হাসনাত আব্দুল্লাহ

avashnews

Powered by WooCommerce

দেব প্রাক্তন প্রেমিকা ‘ইন্দুবালা’ শুভশ্রীকে পুরস্কার তুলে দিলেন

আপডেটঃ ০৯:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

একটা সময় টলি সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। প্রকাশ্যে কোনওদিন সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তাঁরা, তবে প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল। তবে সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে প্রাক্তন এই জুটিকে দাঁড়াতে হয়েছে একমঞ্চে। আর সেখানেই শুভশ্রীর হাতে পুরস্কার তুলে দেন সাংসদ দেব। 

 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শনিবার এক অ্যাওয়ার্ড সেরেমানির মঞ্চে শুধু পাশাপাশি নয়, শুভশ্রীকে সম্মান জানিয়েছেন দেব। টিভি নাইন বাংলার অ্যাওয়ার্ডে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর জন্য সেরা অভিনেত্রীর (ওটিটি) সম্মান জেতেন শুভশ্রী, আর সেই পুরস্কার হাতে তুলে দেন দেব ।

shuvoshree

মঞ্চে শিফন শাড়িতে ঝলমলে শুভশ্রী, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। খোলা চুল আর মানানসই মেকআপে দ্যুতি ছড়াচ্ছিলেন নায়িকা। পাশে আসমানি নীল শার্ট আর কালো ব্লেজার আর প্যান্টে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন দেব।

 

শুভশ্রীর হাতে পুরস্কার তুলে দিলেও দুজনের মধ্যকার অস্বস্তিবোধ নজর এড়ায়নি ভক্তদের।

 

একজন লেখেন- ‘দেব কিন্তু একবার শুভশ্রীর চোখের দিকে তাকালো না’। অপর একজন লেখেন- ‘সবচেয়ে প্রিয় জুটি, আবার তোমাদের একসঙ্গে পর্দায় দেখতে চাই’।

 

দেব-শুভশ্রী জুটির সফর শুরু হয়েছিল ‘চ্যালেঞ্জ’ থেকে, তারপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’- একসঙ্গে রুপোলি পর্দা কাঁপিয়েছেন তাঁরা। ব্রেক আপের পরেও প্রযোজক দেব তাঁর প্রথম ছবির নায়িকা হিসাবে কাস্ট করেছিলেন শুভশ্রীকে, তবে সেই ছবি (ধূমকেতু) আজও বাক্স বন্দি হয়ে পড়ে রয়েছে।

 

সহ-প্রযোজক রানা সরকারের সঙ্গে মতের মিল না হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে এই ছবির মুক্তি। দেব-শুভশ্রী ভক্তরা একান্তভাবে চায় মুক্তি পাক এই ছবি। যদিও গত সাত বছর ধরে বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে ‘ধূমকেতু’।