চুয়াডাঙ্গা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি নেতা বাবু খানের দামুড়হুদার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কুড়ুলগাছি পূজামণ্ডপে নিরাপত্তা দিবে বিএনপি খুলনা রেঞ্জে পুলিশ সদস্যদের বদলি, পদায়নে লটারি দামুড়হুদা প্রেসক্লাবে সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত দামুড়হুদা প্রেসক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মমতাজ মহল-সাংবাদিকেরা সব সময় দেশের কল্যাণে কাজ করে   জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর ৬৭ সদস্যের ঢাকা ত্যাগ দর্শনায় যৌথবাহিনীর অভিযানে তিন মাদককারবারিকে গ্রেপ্তার পুলিশে এস আই নিয়োগ বিজ্ঞপ্তি আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান,এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ফের মা হতে যাচ্ছেন কোয়েল মল্লিক

রণবীরকে কি বললেন রাশমিকা?

রণবীর কাপুর অভিনীত অ্যানিমেলের শুটিং শেষ করে পুষ্পা ২-এর সেটে যোগ দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুটিং শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি জানিয়েছেন তিনি।

avashnews

 

ইনস্টাগ্রামে তিনি লেখেন, প্রিয় ডায়েরি, গত রাত পর্যন্ত সিনেমার নাইট শুট ছিল, যা শেষ হয়ে গেছে। আমি হায়দরাবাদে ফিরে এসেছি। আজ রাত থেকেই পুষ্পা ২-এর শুটিং শুরু করব। তবে সিনেমাটি প্রসঙ্গে কিছু বলার আগে অ্যানিমেল নিয়ে কয়েকটি কথা বলতে চাই। এ সিনেমাতে কাজ করতে পেরে আমি খুব খুশি।

 

আচমকাই এ সিনেমার অফার এসেছিল আমার কাছে। আমি এতে কাজের সুযোগ পেয়ে উদ্ভাসিত ছিলাম। কারণ ওই টিমের সঙ্গেই আমি কাজ করতে চাইছিলাম।

 

রাশমিকা লেখেন, আমি সম্ভবত ৫০ দিন শুট করেছি। তবে এবার সেই কাজ শেষ হয়েছে। মনের মধ্যে অদ্ভুত একটা শূন্যতা কাজ করছে। ওই সিনেমাতে যাদের সঙ্গে কাজ করেছি, তাদের জন্য বিশেষ জায়গা রয়েছে আমার হৃদয়ে।

 

নায়িকা জানিয়েছেন, অ্যানিমেল সিনেমার সবাই ভীষণ প্রফেশনাল। সবার হৃদয় অনেক বড়। আমি বারবার তাদের জানিয়েছি, আমি কতটা খুশি। আমি তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে গর্বিত, সেটা বারবার বলেছিও।

 

রণবীর কাপুরের সঙ্গে কাজ প্রসঙ্গে রাশমিকা বললেন, আরকে! প্রথমে আমি ভীষণ নার্ভাস ছিলাম। সামনে রণবীর কাপুর যে! আমাদের সিক্রেট গোপন থাকবে। তবে একটা কথা বলব, ঈশ্বর অনেক সময় নিয়ে ওকে বানিয়েছেন। উনি পারফেকট। অসাধারণ অভিনেতা উনি। দুর্দান্ত মানুষ। বাকি সব ঠিক। ক্রেজি বটে। সবটাই আমার ভালো লেগেছে।

 

উল্লেখ্য, বর্তমানে পুষ্পা দ্য রুলের অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন সিনেপ্রেমীরা। তাই নায়িকার ঘোষণা শুনে উচ্ছ্বসিত পুষ্পা ভক্তরা। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে পারে পুষ্পা ২।

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা বাবু খানের দামুড়হুদার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রণবীরকে কি বললেন রাশমিকা?

প্রকাশ : ১২:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

রণবীর কাপুর অভিনীত অ্যানিমেলের শুটিং শেষ করে পুষ্পা ২-এর সেটে যোগ দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুটিং শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি জানিয়েছেন তিনি।

avashnews

 

ইনস্টাগ্রামে তিনি লেখেন, প্রিয় ডায়েরি, গত রাত পর্যন্ত সিনেমার নাইট শুট ছিল, যা শেষ হয়ে গেছে। আমি হায়দরাবাদে ফিরে এসেছি। আজ রাত থেকেই পুষ্পা ২-এর শুটিং শুরু করব। তবে সিনেমাটি প্রসঙ্গে কিছু বলার আগে অ্যানিমেল নিয়ে কয়েকটি কথা বলতে চাই। এ সিনেমাতে কাজ করতে পেরে আমি খুব খুশি।

 

আচমকাই এ সিনেমার অফার এসেছিল আমার কাছে। আমি এতে কাজের সুযোগ পেয়ে উদ্ভাসিত ছিলাম। কারণ ওই টিমের সঙ্গেই আমি কাজ করতে চাইছিলাম।

 

রাশমিকা লেখেন, আমি সম্ভবত ৫০ দিন শুট করেছি। তবে এবার সেই কাজ শেষ হয়েছে। মনের মধ্যে অদ্ভুত একটা শূন্যতা কাজ করছে। ওই সিনেমাতে যাদের সঙ্গে কাজ করেছি, তাদের জন্য বিশেষ জায়গা রয়েছে আমার হৃদয়ে।

 

নায়িকা জানিয়েছেন, অ্যানিমেল সিনেমার সবাই ভীষণ প্রফেশনাল। সবার হৃদয় অনেক বড়। আমি বারবার তাদের জানিয়েছি, আমি কতটা খুশি। আমি তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে গর্বিত, সেটা বারবার বলেছিও।

 

রণবীর কাপুরের সঙ্গে কাজ প্রসঙ্গে রাশমিকা বললেন, আরকে! প্রথমে আমি ভীষণ নার্ভাস ছিলাম। সামনে রণবীর কাপুর যে! আমাদের সিক্রেট গোপন থাকবে। তবে একটা কথা বলব, ঈশ্বর অনেক সময় নিয়ে ওকে বানিয়েছেন। উনি পারফেকট। অসাধারণ অভিনেতা উনি। দুর্দান্ত মানুষ। বাকি সব ঠিক। ক্রেজি বটে। সবটাই আমার ভালো লেগেছে।

 

উল্লেখ্য, বর্তমানে পুষ্পা দ্য রুলের অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন সিনেপ্রেমীরা। তাই নায়িকার ঘোষণা শুনে উচ্ছ্বসিত পুষ্পা ভক্তরা। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে পারে পুষ্পা ২।