চুয়াডাঙ্গা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জীবননগরে সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে: হাসনাত আব্দুল্লাহ ভোলা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি DC Office Job Circular 2025 ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ CS Munshiganj Job circular 2025 রমজানকে আয়ের মাস মনে করে ব্যবসায়ীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে আবাসিক হোটেলে আটকে রেখে পালাক্রমে সারারাত ধর্ষণ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি BBAL Job Circular 2025 যারা আ.লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে : প্রেস সচিব রাঙ্গামাটি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি RMMC Job Circular 2025

মদ পান করেন না বলিউডের যে তারকারা

সেলিব্রেটিদের জীবন যতটা সহজ মনে হয় ততটা নয়। অনেকেরই ধারণা সিনেমার পর্দায় যেভাবে নায়ক-নায়িকারা মদপানের দৃশ্যে অভিনয় করেন তেমনি তারা বাস্তবেও মদপান করেন। হয়তো কোনো কোনো তারকার ক্ষেত্রে এই ধারণার মিল রয়েছে। ছবি, বিজ্ঞাপনের শুটিং, প্রোমোশন, পার্টি নিয়ে প্রায় সারা বছর তাদের ব্যস্ত থাকতে হয়। মাঝেমধ্যেই তাদের হাতে উঠে আসে মদের গ্লাস। তবে মদপান করা তো দূরের কথা, ছুঁয়েও দেখেননি এমন অনেক তারকাও রয়েছেন।

একনজরে দেখে নেওয়া যাক সে রকমই ১০ বলি তারকাকে, যারা মদপান থেকে নিজেদের দূরে রাখেন।

 

১- এই তালিকায় প্রথমেই নাম আসে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের। সবাই জানেন শরীরচর্চা এবং নিয়মানুবর্তিতার বিষয়ে অক্ষয়ের জুড়ি মেলা ভার। আর সেই কারণেই মদ থেকে নিজেকে দূরে রাখেন অক্ষয়। ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে এ কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা।

 

২- সুঠাম শরীরে যাতে মেদের প্রলেপ না পড়ে, সেই কারণে মদপান থেকে নিজেকে বিরত রাখেন অভিনেতা হৃতিক রোশনও। মদের স্বাদ তার ভালো লাগে না বলেও তিনি জানিয়েছেন।

৩- বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন কখনোই মদপান করেননি। প্রথমত তার বয়স এবং শারীরিক সমস্যার জন্য তিনি মদ খান না। চরিত্রের প্রয়োজনে তাকে পর্দায় মদ খেতে দেখা গেলেও, বাস্তবে একেবারেই খান না মদ।

 

৪- অমিতাভপুত্র অভিষেক বচ্চনকে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। যদিও মনে করা হয়, বলিউডে তার প্রতিভার কদর সেভাবে করা হয় না।

৫- শিল্পা শেট্টি বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে অভিনয়জগৎ থেকে একটু দূরে থাকলেও নিয়মের মধ্যে থাকতে ভালোবাসেন তিনি। শিল্পাকে বলিপাড়ার ‘ফিটনেস কুইন’ও বলা হয়। আর শরীরচর্চার কারণেই মদপান বা তেলযুক্ত খাবার খান না তিনি।

 

৬- বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিন্হার কন্যা সোনাক্ষী সিন্হা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। শিল্পার মতো তিনিও মদপানকে খারাপ অভ্যাস বলেই মনে করেন।

৭- হৃতিকের মতোই বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা জন আব্রাহাম। জনকে বলিউডের ‘হ্যান্ডসাম হাঙ্ক’ বলা হয়। জনের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সবাই অবগত। আর সেই কারণেই মদ-মিষ্টির মতো মেদযুক্ত খাবার এবং পানীয় খাওয়া থেকে নিজেকে বিরত রাখেন জন।

৮- মদপান করেন না অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। দীপিকা বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। নিজের শরীরী গঠন ঠিক রাখতে এবং ফিট থাকতে দীপিকা মদ এড়িয়ে চলেন। যদিও তার স্বামী রণবীর সিংহকে কিন্তু মাঝেমধ্যেই মদপান করতে দেখা যায়।

 

৯- অভিনয়ের জোরে বলিউডে খুব একটা সাড়া ফেলতে না পারলেও বর্তমানে বিয়ে নিয়ে চর্চায় রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আসন্ন শীতে আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। ছোটবেলায় স্থূল চেহারা থাকলেও ওজন কমিয়ে বর্তমানে নিজেকে ফিট রাখতে পছন্দ করেন পরিণীতি। আর সেই জন্যই নাকি তিনি মদপান ছেড়ে দিয়েছেন।

 

১০- বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে সিদ্ধার্থ মলহোত্রা অন্যতম। সম্প্রতি বিয়েও সেরেছেন তিনি। সিদ্ধার্থের মতে, অনেকেই মদ খেয়ে কাজের চাপ থেকে সাময়িক স্বস্তি পান। তবে তিনি নিজে মদপান থেকে দূরে থাকেন বলেই অভিনেতা জানিয়েছেন। সূত্র: আনন্দবাজার

জনপ্রিয়
avashnews

জীবননগরে সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার

avashnews

Powered by WooCommerce

মদ পান করেন না বলিউডের যে তারকারা

আপডেটঃ ০৮:৩০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

সেলিব্রেটিদের জীবন যতটা সহজ মনে হয় ততটা নয়। অনেকেরই ধারণা সিনেমার পর্দায় যেভাবে নায়ক-নায়িকারা মদপানের দৃশ্যে অভিনয় করেন তেমনি তারা বাস্তবেও মদপান করেন। হয়তো কোনো কোনো তারকার ক্ষেত্রে এই ধারণার মিল রয়েছে। ছবি, বিজ্ঞাপনের শুটিং, প্রোমোশন, পার্টি নিয়ে প্রায় সারা বছর তাদের ব্যস্ত থাকতে হয়। মাঝেমধ্যেই তাদের হাতে উঠে আসে মদের গ্লাস। তবে মদপান করা তো দূরের কথা, ছুঁয়েও দেখেননি এমন অনেক তারকাও রয়েছেন।

একনজরে দেখে নেওয়া যাক সে রকমই ১০ বলি তারকাকে, যারা মদপান থেকে নিজেদের দূরে রাখেন।

 

১- এই তালিকায় প্রথমেই নাম আসে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের। সবাই জানেন শরীরচর্চা এবং নিয়মানুবর্তিতার বিষয়ে অক্ষয়ের জুড়ি মেলা ভার। আর সেই কারণেই মদ থেকে নিজেকে দূরে রাখেন অক্ষয়। ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে এ কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা।

 

২- সুঠাম শরীরে যাতে মেদের প্রলেপ না পড়ে, সেই কারণে মদপান থেকে নিজেকে বিরত রাখেন অভিনেতা হৃতিক রোশনও। মদের স্বাদ তার ভালো লাগে না বলেও তিনি জানিয়েছেন।

৩- বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন কখনোই মদপান করেননি। প্রথমত তার বয়স এবং শারীরিক সমস্যার জন্য তিনি মদ খান না। চরিত্রের প্রয়োজনে তাকে পর্দায় মদ খেতে দেখা গেলেও, বাস্তবে একেবারেই খান না মদ।

 

৪- অমিতাভপুত্র অভিষেক বচ্চনকে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। যদিও মনে করা হয়, বলিউডে তার প্রতিভার কদর সেভাবে করা হয় না।

৫- শিল্পা শেট্টি বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে অভিনয়জগৎ থেকে একটু দূরে থাকলেও নিয়মের মধ্যে থাকতে ভালোবাসেন তিনি। শিল্পাকে বলিপাড়ার ‘ফিটনেস কুইন’ও বলা হয়। আর শরীরচর্চার কারণেই মদপান বা তেলযুক্ত খাবার খান না তিনি।

 

৬- বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিন্হার কন্যা সোনাক্ষী সিন্হা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। শিল্পার মতো তিনিও মদপানকে খারাপ অভ্যাস বলেই মনে করেন।

৭- হৃতিকের মতোই বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা জন আব্রাহাম। জনকে বলিউডের ‘হ্যান্ডসাম হাঙ্ক’ বলা হয়। জনের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সবাই অবগত। আর সেই কারণেই মদ-মিষ্টির মতো মেদযুক্ত খাবার এবং পানীয় খাওয়া থেকে নিজেকে বিরত রাখেন জন।

৮- মদপান করেন না অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। দীপিকা বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। নিজের শরীরী গঠন ঠিক রাখতে এবং ফিট থাকতে দীপিকা মদ এড়িয়ে চলেন। যদিও তার স্বামী রণবীর সিংহকে কিন্তু মাঝেমধ্যেই মদপান করতে দেখা যায়।

 

৯- অভিনয়ের জোরে বলিউডে খুব একটা সাড়া ফেলতে না পারলেও বর্তমানে বিয়ে নিয়ে চর্চায় রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আসন্ন শীতে আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। ছোটবেলায় স্থূল চেহারা থাকলেও ওজন কমিয়ে বর্তমানে নিজেকে ফিট রাখতে পছন্দ করেন পরিণীতি। আর সেই জন্যই নাকি তিনি মদপান ছেড়ে দিয়েছেন।

 

১০- বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে সিদ্ধার্থ মলহোত্রা অন্যতম। সম্প্রতি বিয়েও সেরেছেন তিনি। সিদ্ধার্থের মতে, অনেকেই মদ খেয়ে কাজের চাপ থেকে সাময়িক স্বস্তি পান। তবে তিনি নিজে মদপান থেকে দূরে থাকেন বলেই অভিনেতা জানিয়েছেন। সূত্র: আনন্দবাজার