চুয়াডাঙ্গা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিন খানের এক সঙ্গে অভিনয় প্রসঙ্গে যা বললেন আমির খান


236589 67342bad4158f

ট্রেনের ছাদে দুষ্কৃতকারীদের সঙ্গে লড়াই করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান আর অভিনেতা সালমান খান। ‘পাঠান’ ছবির সেই দৃশ্য সাড়া ফেলেছিল দর্শকের হৃদয়ে। ছবির পর্দায় এই খান-জুটিকে দেখে করতালিতে প্রেক্ষাগৃহ ভরিয়েছিলেন দর্শকরা। শাহরুখ খানের ছবি হলেও পর্দায় সালমানের উপস্থিতি দেখেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন সিনেমাপ্রেমীরা। তা দেখে নাকি হাসি পেয়েছিল আমির খানের। কিন্তু কেন?

সম্প্রতি আনন্দবাজারের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, এক সাক্ষাৎকারে আমির খান বলেছেন— তিনি নাকি এখনো ‘পাঠান’ দেখেই উঠতে পারেননি। কিন্তু ছবির এই নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার। এ অভিনেতা বলেন, এই দৃশ্য দেখে আমার খুব মজার লেগেছিল। ছবিটা আমি দেখিনি। কিন্তু এই দৃশ্যটা দেখেছিলাম। শাহরুখ ও সালমানের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির। তিনি আরও বলেন, অল্প বয়সি অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কিন্তু শাহরুখ ও সালমানকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না, কী আর বলব!

ছবিতে দেখা যায়, গুণ্ডাদের হাত থেকে শাহরুখকে বাঁচাতে এসেছিলেন সালমান খান। সেই লড়াইয়ের দৃশ্য নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। কপিল শর্মার অনুষ্ঠানে সালমান ও শাহরুখের যৌথ লড়াইয়ের দৃশ্য নিয়ে এক অনুরাগী জানিয়েছিলেন— এবার তিন খানকে একসঙ্গে দেখতে চান তিনি। এ প্রসঙ্গে আমির বলেন, আমিও এটাই ভাবি। কিছু দিন আগেই শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা হয়েছিল। ওদের বললাম— আমরা তিনজন এতদিন ধরে এই জগতে রয়েছি। আমরা তিনজন একসঙ্গে একটা ছবিতে অভিনয় না করলে দর্শকদের সঙ্গে অন্যায় করা হবে।

আমির খান বলেন, আমাদের জন্য ভালো কোনো গল্প কেউ লিখবে। দেখা যাক, কোনো ভালো পরিচালক নিশ্চয়ই আমাদের প্রস্তাব দেবেন।





Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

তিন খানের এক সঙ্গে অভিনয় প্রসঙ্গে যা বললেন আমির খান

আপডেটঃ ০৫:৩৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪


236589 67342bad4158f

ট্রেনের ছাদে দুষ্কৃতকারীদের সঙ্গে লড়াই করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান আর অভিনেতা সালমান খান। ‘পাঠান’ ছবির সেই দৃশ্য সাড়া ফেলেছিল দর্শকের হৃদয়ে। ছবির পর্দায় এই খান-জুটিকে দেখে করতালিতে প্রেক্ষাগৃহ ভরিয়েছিলেন দর্শকরা। শাহরুখ খানের ছবি হলেও পর্দায় সালমানের উপস্থিতি দেখেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন সিনেমাপ্রেমীরা। তা দেখে নাকি হাসি পেয়েছিল আমির খানের। কিন্তু কেন?

সম্প্রতি আনন্দবাজারের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, এক সাক্ষাৎকারে আমির খান বলেছেন— তিনি নাকি এখনো ‘পাঠান’ দেখেই উঠতে পারেননি। কিন্তু ছবির এই নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার। এ অভিনেতা বলেন, এই দৃশ্য দেখে আমার খুব মজার লেগেছিল। ছবিটা আমি দেখিনি। কিন্তু এই দৃশ্যটা দেখেছিলাম। শাহরুখ ও সালমানের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির। তিনি আরও বলেন, অল্প বয়সি অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কিন্তু শাহরুখ ও সালমানকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না, কী আর বলব!

ছবিতে দেখা যায়, গুণ্ডাদের হাত থেকে শাহরুখকে বাঁচাতে এসেছিলেন সালমান খান। সেই লড়াইয়ের দৃশ্য নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। কপিল শর্মার অনুষ্ঠানে সালমান ও শাহরুখের যৌথ লড়াইয়ের দৃশ্য নিয়ে এক অনুরাগী জানিয়েছিলেন— এবার তিন খানকে একসঙ্গে দেখতে চান তিনি। এ প্রসঙ্গে আমির বলেন, আমিও এটাই ভাবি। কিছু দিন আগেই শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা হয়েছিল। ওদের বললাম— আমরা তিনজন এতদিন ধরে এই জগতে রয়েছি। আমরা তিনজন একসঙ্গে একটা ছবিতে অভিনয় না করলে দর্শকদের সঙ্গে অন্যায় করা হবে।

আমির খান বলেন, আমাদের জন্য ভালো কোনো গল্প কেউ লিখবে। দেখা যাক, কোনো ভালো পরিচালক নিশ্চয়ই আমাদের প্রস্তাব দেবেন।





Source link