চুয়াডাঙ্গা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উপদেষ্টা ফারুকীকে নিয়ে কী বললেন জয়?


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শুভকামনা জানাচ্ছেন এই পরিচালককে।

রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে ফারুকীর সঙ্গী হয়েছিলেন স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। উপদেষ্টা হিসেবে স্বামীর শপথ গ্রহণের মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় শোবিজাঙ্গন থেকে ফারুকীকে প্রথম অভিনন্দন বার্তা পাঠিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

১০ নভেম্বর সন্ধ্যা সাতটায় ফারুকী শপথ গ্রহণের আগেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাকে অভিনন্দন জানান জয়। যেখানে তিনি লেখেন, অভিনন্দন ফারুকী ভাই। আমাদের মানুষ। আমাদের আস্থা। শান্তির বার্তা দিয়ে হোক শুরু আপনার নেতৃত্ব।

এছাড়া সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন, ‘যাক, অবশেষে একজন চলচ্চিত্র নির্মাতা উপদেষ্টামণ্ডলীতে স্থান পেলেন। আপনার নতুন পথচলায় শুভকামনা ফারুকী ভাই।’

নির্মাতা চয়নিকা চৌধুরীও তার সহকর্মীকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘অভিনন্দন, ফারুকী ভাই।’ আরেক নির্মাতা মাবরুর রশীদ বান্নাহও নবনিযুক্ত উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ নেয়া নতুন উপদেষ্টারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।



সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

উপদেষ্টা ফারুকীকে নিয়ে কী বললেন জয়?

আপডেটঃ ০৬:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শুভকামনা জানাচ্ছেন এই পরিচালককে।

রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে ফারুকীর সঙ্গী হয়েছিলেন স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। উপদেষ্টা হিসেবে স্বামীর শপথ গ্রহণের মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় শোবিজাঙ্গন থেকে ফারুকীকে প্রথম অভিনন্দন বার্তা পাঠিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

১০ নভেম্বর সন্ধ্যা সাতটায় ফারুকী শপথ গ্রহণের আগেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাকে অভিনন্দন জানান জয়। যেখানে তিনি লেখেন, অভিনন্দন ফারুকী ভাই। আমাদের মানুষ। আমাদের আস্থা। শান্তির বার্তা দিয়ে হোক শুরু আপনার নেতৃত্ব।

এছাড়া সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন, ‘যাক, অবশেষে একজন চলচ্চিত্র নির্মাতা উপদেষ্টামণ্ডলীতে স্থান পেলেন। আপনার নতুন পথচলায় শুভকামনা ফারুকী ভাই।’

নির্মাতা চয়নিকা চৌধুরীও তার সহকর্মীকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘অভিনন্দন, ফারুকী ভাই।’ আরেক নির্মাতা মাবরুর রশীদ বান্নাহও নবনিযুক্ত উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ নেয়া নতুন উপদেষ্টারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।



সুত্র লিংক