চুয়াডাঙ্গা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক স্বামীর বিয়ে, যে কাণ্ড করলেন সামান্থা


দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অবশ্য, পারফরমেন্সের ঝলকানির থেকে বিবাহবিচ্ছেদের কারণে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অনেকে মনে করেন, বিবাহবিচ্ছেদের পর খানিকটা বদলেছেন সামান্থা, হোক সেটা কাজে বা ব্যক্তিজীবনে।

এদিকে, সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের আড়াই বছরের মাথায় ফের বিয়ের পিঁড়িতে বসছেন নাগা চৈতন্য। আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার গলায় মালা দেবেন নাগা। এদিকে নাগার সঙ্গে বিচ্ছেদের পরই সামান্থা জানিয়েছিলেন, তার মনের দরজা নাকি বন্ধ হয়ে গেছে। তবু বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সামান্থা।

যেমন, কখনও নিজের বিয়ের সাদা পোশাক ছিঁড়ে, তা পুনর্নির্মাণ করে কালো রং করেছেন। আবার বিবাহবিচ্ছেদের পরই সামান্থার ‘ও আন্তাভা’ গানে নাচ করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, এই বিচ্ছেদ কিংবা সাবেক স্বামীর বিয়ের খবরেই নাকি বলিউডের নায়কের সঙ্গে নিবিড় চুম্বনে মত্ত হয়েছেন অভিনেত্রী।
এদিকে নাগা চৈতন্যের বিয়ের আগাম ঢাক বাজছিল বহুদিন ধরেই। এরই মধ্যে রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় সদ্যই মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। যেখানে জমে উঠেছে সামান্থা ও বরুণ ধাওয়ানের রসায়ন। সেখানেই বরুণের সঙ্গে ঠোঁটে ঠোঁট ছুঁইয়েছেন অভিনেত্রী।

যদিও নায়ক বাছাই ও ছবি নির্বাচনে খুব খুঁতখুঁতে সামান্থা। তাই তো দর্শক, নেটিজেন ও সামান্থার অনুরাগীরা মনে করছেন, বিয়ের আগে এবং নাগার সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকাকালীন সেভাবে কোনো নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি তাকে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে যেন আর বেশি সাহসী হয়ে উঠেছেন অভিনেত্রী।



সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

সাবেক স্বামীর বিয়ে, যে কাণ্ড করলেন সামান্থা

আপডেটঃ ০২:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪


দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অবশ্য, পারফরমেন্সের ঝলকানির থেকে বিবাহবিচ্ছেদের কারণে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অনেকে মনে করেন, বিবাহবিচ্ছেদের পর খানিকটা বদলেছেন সামান্থা, হোক সেটা কাজে বা ব্যক্তিজীবনে।

এদিকে, সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের আড়াই বছরের মাথায় ফের বিয়ের পিঁড়িতে বসছেন নাগা চৈতন্য। আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার গলায় মালা দেবেন নাগা। এদিকে নাগার সঙ্গে বিচ্ছেদের পরই সামান্থা জানিয়েছিলেন, তার মনের দরজা নাকি বন্ধ হয়ে গেছে। তবু বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সামান্থা।

যেমন, কখনও নিজের বিয়ের সাদা পোশাক ছিঁড়ে, তা পুনর্নির্মাণ করে কালো রং করেছেন। আবার বিবাহবিচ্ছেদের পরই সামান্থার ‘ও আন্তাভা’ গানে নাচ করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, এই বিচ্ছেদ কিংবা সাবেক স্বামীর বিয়ের খবরেই নাকি বলিউডের নায়কের সঙ্গে নিবিড় চুম্বনে মত্ত হয়েছেন অভিনেত্রী।
এদিকে নাগা চৈতন্যের বিয়ের আগাম ঢাক বাজছিল বহুদিন ধরেই। এরই মধ্যে রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় সদ্যই মুক্তি পেয়েছে ‘সিটাডেল: হানি বানি’। যেখানে জমে উঠেছে সামান্থা ও বরুণ ধাওয়ানের রসায়ন। সেখানেই বরুণের সঙ্গে ঠোঁটে ঠোঁট ছুঁইয়েছেন অভিনেত্রী।

যদিও নায়ক বাছাই ও ছবি নির্বাচনে খুব খুঁতখুঁতে সামান্থা। তাই তো দর্শক, নেটিজেন ও সামান্থার অনুরাগীরা মনে করছেন, বিয়ের আগে এবং নাগার সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকাকালীন সেভাবে কোনো নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি তাকে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে যেন আর বেশি সাহসী হয়ে উঠেছেন অভিনেত্রী।



সুত্র লিংক